শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের চরকমলাপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ২৬ জুন দুই হাজার কোটি টাকার অবৈধ অর্থ ও সম্পদ আয় এবং পাচারের অভিযোগ এনে ঢাকার কাফরুল থানায় মামলাটি করে। মামলার বাদী সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ।
এ মামলার আরও আসামি হলেন ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।
গত ৭ জুন জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার হন রুবেল ও বরকত। পরে তাদের মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রথমে দুই দিন এবং পরে আরও তিন দিনের রিমান্ডে নেয়া হয়। পরে তাদের কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রেরণ করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘সিআইডির মানি লন্ডারিং মামলার প্রধান আসামি রুবেল-বরকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমুল ইসলাম লেভীর সম্পৃক্ততার প্রেক্ষিতে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।’