মেহেরপুর, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খান জাহান আলীসহ ১৩ নেতা-কর্মীকে বৃহস্পতিবার আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। এ সময় ৭টি ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
আটকরা হলেন-উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী এবং স্থানীয় জামায়াতের নেতা ও কর্মী আশরাফুল আলম, আজিজুল মিস্ত্রি, ফজলুল হক, মহিউদ্দীন, হাসাদ সরদার, সিরাত আলী, নবী গাজী, জহুরুল, সুজন আলী, মনোর উদ্দীন, রবিউল ইসলাম ও বানার শেখ।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, সকালে প্রায় ১৫০ জনের একটি দল বাগোয়ান মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করে সাধারণ জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করছিল। পরে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছালে তারা পুলিশের সামনে ৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পেছনে ধাওয়া করে ১৩ জনকে ৭টি ককটেল বোমাসহ আটক করে বলে দাবি করেন তিনি।