তিনি বলেন, ‘আমি খুশি যে দেরিতে হলেও তিনি (মেনন) এটা বলেছেন। দীর্ঘদিন থেকে আমি এটা বলে আসছি।’
কামাল আরও বলেন, ‘যখনই আমি জনগণকে জিজ্ঞাসা করেছি যে তারা গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পেরেছে কি না, আমি এখনো কারও কাছ থেকে ইতিবাচক জবাব পায়নি। এখন তিনি এটা নিশ্চিত করলেন। এ কারণে তাকে আমি ধন্যবাদ জানাই।’
রবিবার নিজের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শনিবার বরিশালে নিজ দলের এক অনুষ্ঠানে মেনন বলেন, ‘গত ৩০ ডিসেম্বররের নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারেনি।’
সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবারের সমাবেশ প্রসঙ্গে ড. কামাল জানান, তারা এখনো অনুমতি পাননি। ‘শিগগির অনুমিত দেয়ার জন্য আমরা সরকারের কাছে দৃঢ় আহ্বান জানিয়েছি। আমাদের সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে।‘
তার মতে, সমাবেশের অনুমতি দেয়া সরকারের করুণার বিষয় নয়, কারণ সংবিধানে জনগণকে সভা, সমাবেশ এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেয়া রয়েছে।
‘আমরা সমাবেশে সরকারের বিপক্ষে লড়াই করতে যাচ্ছি না, আমরা সেখানে জনগণের পক্ষে আমাদের বক্তব্য দিতে যাব,’ যোগ করেন তিনি।