তিনি বলেন, ‘মহামারির সময়ে ডিএমপির একটি নোটিশ দেশের মানুষকে হতবাক করেছে। সমাবেশ করার বিষয়ে পুলিশকে অবশ্যই অবহিত করা উচিত, কিন্তু যখন চাওয়া হয় আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা কথা।’
জাফরুল্লাহ বলেন, ‘কাউকে সংবর্ধনা দিতে দেবেন না, বক্তব্য রাখতে দেবেন না, সমালোচনা করতে দেবেন না, এটা ভালো কাজ না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি এ নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য।’
সম্প্রতি ঢাকার তিন বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে বৃহস্পতিবার কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
এর আগে, বুধবার এক বিবৃতিতে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম অনুমতি না নিয়ে রাজধানীতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করেন।
তিনি সবাইকে ‘সতর্ক’ করে দিয়ে ‘অনুরোধ’ করে বলেন, পূর্বানুমতি ব্যতীত কেউ এরূপ কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।