জাফরুল্লাহ চৌধুরী
সরকারের ‘ভুল’ নীতির কারণে করোনায় মৃত্যু বেড়েছে: জাফরুল্লাহ
সরকারের ‘ভুল’ নীতির কারণে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হার বেড়েছে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘সরকারের ভুল নীতির কারণে দেশে কোভিডে মৃত্যু হার বেড়েছে। সরকার একটি ভুল পথে হাঁটছে যার জন্য স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।’
রবিবার (০১ আগস্ট) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পড়ুন: দেশে একদিনে আরও ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪, ৮৪৪
জাফরুল্লাহ বলেন, সরকারের উচিত মানুষের জীবন বাঁচাতে ৬৪ জেলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেয়া। মাসে ৫০ টন অক্সিজেন উৎপাদনে সক্ষম সর্বাধুনিক টেকনোলজির দাম মাত্র ছয় কোটি টাকা। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা এটি করতে পারে। আমরা যদি ৬৪টি জেলায় ৬৪টি অক্সিজেন উৎপাদন কেন্দ্র করতে পারতাম, তাহলে আমাদের কেউ অক্সিজেনের অভাবে মারা যেত না।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার মানুষকে টিকা সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না। তারা বলছে না তাদের হাতে কতগুলো টিকার ডোজ রয়েছে এবং টিকা কেনার জন্য কত টাকা ব্যয় হয়েছে। সরকারের উচিত মানুষকে টিকা সম্পর্কে সত্য তথ্য দেয়া।’
পড়ুন: গার্মেন্টস খোলায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
বেনাপোল দিয়ে ২০০ মেট্রিকটন অক্সিজেন দেশে পৌঁছেছে
মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ বলেন, সরকার জনগণকে তাদের প্রজা মনে করে এবং প্রজার কাছে কোনো জবাবদিহিতা থাকে না।
দেশে এখন রাজনীতি নেই উল্লেখ করে তিনি বলেন, আমলা, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাঁধে বন্দুক রেখে দেশ শাসন করছে।
৩ বছর আগে
সরকারই আলেম-ওলামাদের আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করছে: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী শুক্রবার অভিযোগ করে বলেছেন, সরকার নিজেই দেশের বিরাজমান ‘অরাজতা’থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে আলেম-ওলামাদের রাস্তায় নামতে উদ্বুদ্ধ করছে।
৪ বছর আগে
সভা, সমাবেশের বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জাফরুল্লাহ’র
অনুমতি ছাড়া রাজধানীতে সভা, সমাবেশ না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৪ বছর আগে