গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বরাবর পাঠানো এক চিঠিতে রুমিন ফারহানা বলেন, গত ৩ আগস্ট সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা পূর্বাচল প্লটের আবেদনটি তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।
চিঠিতে তিনি বলেন, তার দলের তৃণমূলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে গত ৯ জুন সংসদে যোগ দেন রুমিন। প্রথম দিনেই বর্তমান সরকার ও সংসদকে অবৈধ বলে আখ্যায়িত করেন তিনি।
শপথ নেয়ার দুই মাসেরও কম সময়ে গত ৩ আগস্ট পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন রুমিন।
তার আবেদনটি ফেসবুকে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সমালোচনা করেন। যে সরকারকে তিনি দীর্ঘদিন ধরেই অবৈধ এবং অনৈতিক হিসাবে অভিহিত করে আসছেন সেই সরকারের কাছেই জমি চাওয়ায় তার সততা নিয়ে প্রশ্ন তোলেন।
সরকারের কাছে জমি চাওয়ায় কয়েকজন বিএনপি নেতাও তার সমালোচনা করেন।