শুক্রবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী পৃথক অনুষ্ঠানে উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ৭ শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়, তাই তাদের কাজের কোনো রকম ফাঁকি দেয়া চলবে না।
ফাঁকিবাজদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘ডাক্তারদের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে ৬ হাজার ডাক্তার নিয়োগ করা হবে। এর পরেও ফাঁকি দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৌশলীরাও কাজে ফাঁকি দেয়ার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী রফিকুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।