তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনযাপন করছে।
সরকারকে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আরও আন্তরিক ভূমিকার রাখার আহ্বান জানান সাবেক এ সংসদ সদস্য।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাঙামাটিতে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে ঊষাতন তালুকদার এ আহ্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানু মারমা প্রমুখ বক্তব্য দেন।
বক্তার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছর পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নানা কূটকৌশলের কারণে পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে বাধা দেয়া হচ্ছে। এসব কারণে ভূমি কমিশন এখনও পুরোপুরি কাজ শুরু করতে পারছে না। আর পার্বত্য চুক্তিকে আটকে রেখে ধীরে ধীরে নিঃশেষ করার পাঁয়তারা করে যাচ্ছে। তাই এ পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে দূরত্ব ও লুকোচুরি না করে সরকারকে উদার মনোভাব নিয়ে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিকে, খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি পালন করা হয়েছে।
বেলা ১১টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বন্ধুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পরে তারা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন এবং মাস্ক বিতরণ করেন।
এদিন জনসংহতি সমিতি (এমএন লারমা) জেলা কমিটির পক্ষ থেকে মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ে জেলা পরিষদে নির্বাচন দেয়া, ভূমি কমিশন কার্যকর করাসহ চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।
এছাড়াও, খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।