সাতক্ষীরা, ১৪ সেপ্টেম্বর (ইউএনবি)- সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
কলারোয়া পৌর এলাকার পূর্ব তুলশিডাঙ্গা এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, চন্দন বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ চন্দন এবং তার এক সহযোগীকে আটক করে। তবে অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মারুফ।