সাতক্ষীরা, ০৭ অক্টোবর (ইউএনবি)- বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) অরুনাভ চক্রবর্তীর আদালত হত্যা ও চাঁদাবাজির মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর এই আদেশ দেন।
এর আগে এদিন সকালে হত্যা ও চাঁদাবাজির চার মামলায় জামিনের আর্জি জানিয়ে আদালতে আত্মসমর্পন করেন হাবিবুল ইসলাম হাবিব।
আদালত একটি মামলায় তাকে জামিন দিলেও বাকি তিনটি মামলার জামিন নামঞ্জুর করেন।
আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মজিদ। সরকার পক্ষে ছিলেন পিপি এডভোকেট ওসমান গনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ৪ মে তালা উপজেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এই মামলায় হাবিবুর ইসলাম হাবিকেও আসামি করা হয়।