আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেন সিনিয়র নেতারা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দেয়ার ঘোষণা দেন।
পরে ড. কামাল হোসেন দুই প্রার্থীকে ভোটের জন্য শুভকামনা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।