জাতীয় ঐক্যফ্রন্ট
নির্দলীয় সরকার চান ড. কামাল
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে নেয়ার দাবি জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিএনপির সঙ্গে গড়া নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় সক্রিয় করার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার দাবি জানাই। কেননা এর আগে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয় না।’
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন গণফোরাম সভাপতি।
আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের আহ্বান ড. কামালের
ড. কামাল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আশা করতে পারি।’
গণফোরাম প্রধান বলেন, বিষয়টি জনসম্মুখে নিয়ে আসার জন্য তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি উত্থাপন করেছেন।
সংবিধানে নির্দলীয় সরকার নিয়ে কোনো ধারা নেই; এ বিষয়টিতে তার মনোযোগ আকর্ষণ করা হলে ড. কামাল বলেন, জনগণের দাবির মুখে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আরও পড়ুন: সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে ঐক্যবদ্ধ আন্দোলন চান ড. কামাল
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি তাদের দাবি না মেনে নেয় তাহলে একটি সংকট সৃষ্টি করা হবে এবং একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় সক্রিয়করণ
ড. কামাল বলেছেন, যদিও জাতীয় ঐক্যফ্রন্ট একটি নিষ্ক্রিয় প্লাটফর্মে পরিণত হয়েছে। তবুও এখনও এটাকে সক্রিয় করার সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘ওই অর্থে ঐক্যফ্রেন্টের কোনো অস্তিত্ব এখন নেই। তবে এটাকে পুনরায় সক্রিয় করার সুযোগ আছে।’
গণফোরাম সভাপতি বলেন, ঐক্যফ্রন্টকে সক্রিয় করতে তারা আলোচনায় বসবেন ও পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
২০১৮ সালের ১৩ অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। তারা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেয় এবং সব মিলিয়ে নির্বাচনে আটটি আসনে জয় লাভ করে। এর মধ্যে ছয় আসনে বিএনপি এবং গণফোরাম জয় লাভ করে দুই আসনে।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন
ড. কামাল বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার চেয়ে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা ভালো। ‘সার্চ কমিটি নিরপেক্ষ হতে পারে না যদি না এটি নিরপেক্ষ ব্যক্তির দ্বারা গঠিত হয়।’
তিনি বলেন, ‘আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করার পক্ষে আমরা। আমরা মনে করি, আইন প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের একটি সুযোগ আছে।’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহনের ভাড়া বাড়ার পরে সকল নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ড. কামাল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস করতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান করেন তিনি।
এছাড়া ড. কামাল বলেছেন, ৪ ডিসেম্বর তাদের দলীয় সম্মেলন করার পরিকল্পনা ছিল। তবে তারা এটি আগামী জানুয়ারি মাসের শেষে করতে পারেন।
আরও পড়ুন: খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
১২৬৭ দিন আগে
সাংসদ মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি
জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান।
১৭৮৩ দিন আগে
করোনা মোকাবিলায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি: ঐকফ্রন্ট
করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
১৮৫২ দিন আগে
খালেদার কারাবর্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্বিতীয় কারাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে একটি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
১৯১৫ দিন আগে
ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না: ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্ট ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ভোট চুরির নতুন পদ্ধতি উল্লেখ করে নির্বাচন কমিশনকে (ইসি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
১৯৩২ দিন আগে
নির্বাচনের পরিবেশ নিয়ে চিন্তিত তাবিথ, ইশরাক
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হলেও, আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী।
১৯৪২ দিন আগে
সরকার সিটি নির্বাচনে নাটক করার জন্য প্রস্তত হচ্ছে: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বুধবার বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট চুরি করতে ফের নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
১৯৪২ দিন আগে
সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের ঐক্যফ্রন্টের সমর্থন
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
১৯৪২ দিন আগে
খালেদা জিয়াকে জামিন না দেয়া সংবিধানের লঙ্ঘন: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন মঙ্গলবার বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন ও যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘনের সমতুল্য।
১৯৪৩ দিন আগে
জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধারে’ রাস্তায় নামবো: ড. কামাল
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধার’ করতে নিজেদেরকে আরও ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
১৯৫৫ দিন আগে