বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের মতো পুলিশ এখন গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে, গত মাসে বিএনপির ৩ লাখ ৫৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে প্রায় ৪ হাজার ১০৮টি মামলা দায়ের করা হয়েছে।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, একই সময়ে বিএনপির অন্তত ৪ হাজার ৪৮৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
‘নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘এটি একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’
তিনি অভিযোগ করেন, সরকার তাদের দলীয় ক্যাডারদের মতো আইনশৃঙ্খলা বাহিনীকেও বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করছে।
‘২০১৮ সালে এসে আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ আর বিএনপির ভোট ৩০ শতাংশ হয়েছে’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে রিজভী প্রশ্ন করেন, ‘কোথা থেকে তিনি এমন অলৌকিক পরিসংখ্যান পেয়েছেন? জনগণ জানতে চায়, এরকম উদ্ভট তথ্য তিনি নাকি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় উৎপাদন করেছেন?’
বিএনপি নেতা বলেন, নির্বাচনী প্রচারণাকালে আক্রমণাত্মক হতে ক্ষমতাসীন নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন এইচ টি ইমাম। এটি শুধু নির্বাচনী আচরণের বিরুদ্ধে নয়, বরং সহিংসতায় লিপ্ত হওয়ার জন্য আওয়ামী লীগ নেতা- কর্মীদের উসকানি দেয়।
দেশে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের হিসেব নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার এমন মন্তব্যকে ‘ভোটারবিহীন নির্বাচনের পূর্বাভাস’ হিসেবে দেখছেন রিজভী।
বিএনপি নেতা অভিযোগ করেন, সরকারের প্রতিহিংসার অংশ হিসেবে তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে।