শুক্রবার জুমার নামাজের আগে তিনি মাদ্রাসায় আসেন এবং নামাজের পর হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির ও হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন।
এর আগে, চট্টগ্রাম নাজিরহাট সড়কের মাদ্রাসার প্রধান গেইটে নেমে তিনি নুর মসজিদ মাকবারায়ে হাবিবিতে হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ ও আল্লামা শাহ আবদুল ওহাবের কবর জিয়ারত করেন।
আরও পড়ুন: আকস্মিকভাবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মাওলানা মামুনুল
হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা শফীর পদত্যাগ
হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে থাকি। তারই ধারাবাহিকতার হাটহাজারী মাদ্রাসায় এসেছি। হুজুরের কবর জিয়ারত করেছি। বিশেষ করে চট্টগ্রামের আসার মূল উদ্দেশ্য এটি বার আওলিয়ার দেশ। বিশেষ করে আল্লামা শাহ আহমদ শফী হুজুরের কবর জিয়ারতই ছিল মূল উদ্দেশ্য।’
ধর্ম প্রতিমন্ত্রীর সচিব নুরুল ইসলাম, হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, ইসলামি ফাউন্ডেশন চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) ফারুক আহমদ, উপসচিব আবদুল হামিদ জামানদার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করল সরকার
এর আগে, সকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করতে বন্দর নগরীর ষোলশহর চশমা হিলে মরহুমের পারিবারিক কবরস্থানে যান।