সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দী সকল রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, ‘জনগণের কল্যাণের জন্য সংবিধান কখনো বাধা হতে পারে না। সংবিধান পরিবর্তন করা যেতে পারে, তবে তা জনগণের কল্যাণের জন্য হতে হবে। ১৯৯১ সালে সংবিধানের বাইরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন। পরে ১১তম সংশোধনীর মাধ্যমে এটি সংশোধন করা হয়। আমরা এখন এটা অনুসরণ করতে পারি।’
বিএনপি নেতা বলেন, সরকার সংসদের বাইরে গিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের চেষ্টা করছে। ‘তার মানে সংবিধানের বাইরে গিয়েও আমাদের দাবি অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন সম্ভব।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নির্বাচনকালীন মন্ত্রিসভার অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মওদুদ বলেন, তিনি (ফখরুল) সফরে যাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আতঙ্কিত হয়ে পড়েছে। এ জন্য তারা বিচলিত হয়ে উল্টাপাল্টা কথা বলছে।
তিনি বলেন, ফখরুল জাতিসংঘ মহাসচিবের সাথে দেখা করতে যাচ্ছেন এমন কথা কাউকে বলেননি। ‘কিন্তু তারা (সরকার) এনিয়ে নেতিবাচক ও মিথ্যা মন্তব্য করছে।’