ঢাকা, ১৪ মে (ইউএনবি)- বাংলাদেশ ছাত্রলীগের একটি গ্রুপ মঙ্গলবার নবগঠিত কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছে।
এছাড়া সোমবার তাদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে তারা। দাবি আদায় না হলে গ্রুপটি অনশনে যাওয়ার হুমকি দিয়েছে।
দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটিতে জায়গা না পাওয়া কর্মীরা।
ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, ‘আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি।’
তিনি হামলাকারীদের শাস্তির দাবি জানান এবং দাবি পূরণ না হলে সংগঠন থেকে পদত্যাগের হুমকি দেন।
আগের কমিটির সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক নিপু তন্নির অভিযোগ, অছাত্র, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা নতুন কমিটিতে পদ পেয়েছেন।
সংবাদ সম্মেলনের পর ছাত্রলীগের পদবঞ্চিতরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।