বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং অন্য নেতাদের মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা শুধু বৃহত্তর ঐক্য গঠনেই আগ্রহী ছিলাম না, বরং আমরা এই ঐক্যের আন্দোলনের সামনের কাতারেও থাকতে চাই। রাজপথের সকল আন্দোলন কর্মসূচিতে আমরা অংশ নিতে চাই।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজন, সংসদ ভেঙে দেয়া এবং সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবির কথা জানিয়ে ২০১৬ সালে খালেদা জিয়া জাতীয় ঐক্য গঠনের ডাক দেন।
‘আমরা এখন দেখছি, বাম রাজনৈতিক দলগুলোসহ যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়া সেই একই দাবি করেছেন। আর যাদের সাথে আমাদের দাবি এক তাদের সাথে মিলে আমরা অবশ্যই লড়াই করতে পারবো।’
বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির মিত্ররা ছাড়া বাকি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সুজন, টিআইবি এবং আইন ও সালিশ কেন্দ্র মনে করে যে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজন সম্ভব নয়।
তিনি সতর্ক করে বলেন, ‘জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে প্রশাসন, পুলিশ এবং আদালত এই সরকারকে রক্ষা করতে পারবে না।’