আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটি সাধারণ ভাষা হওয়াতে ইংরেজি শেখা একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা এবং উন্নত ক্যারিয়ারের জন্য ইংরেজি ভাষা শেখা অপরিহার্য। বর্তমানে তথ্য-প্রযুক্তির বিকাশের ফলে এই গুরুত্বপূর্ণ ভাষাটি শেখা ক্রমেই সহজতর হচ্ছে। বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে যে কোন বয়সের লোকেরা সহজেই আয়ত্ত্ব করতে পারছে এই বিদেশি ভাষাটি। এরপরেও অনেকের ভেতরে ইংরেজি ভীতি দেখা যায়। একদম শুরুর দিকে এরকমটা হওয়াই স্বাভাবিক। কিন্তু শেখার পদ্ধতিতে একটু পরিবর্তন আনলেই আত্মবিঃশ্বাসের সাথে ইংরেজি শেখা যাবে। চলুন তাহলে জেনে নেয়া যাক ইংরেজি শেখার সহজ উপায়গুলো।
সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার কিছু টিপস
উচ্চস্বরে কমিক বই পড়া
বইয়ের পোকাদের জন্য ইংরেজি শেখার সাধারণ উপায় হলো ইংরেজি সাহিত্য পড়া। ইংরেজি শেখার এই পুরাতন মাধ্যমটিকে লালন করতে যেয়ে অনেককেই রীতিমত যুদ্ধে নামতে হয়। কিন্তু এই সাহিত্যের গন্ডিটা আরও একটু ছোট করে কমিক গল্পে আবদ্ধ করলে ব্যাপারটা বেশ সহজ হয়ে যায়। ছোটবেলার ইংলিশ ফর টুডে’র কথা নিশ্চই মনে আছে! ওখানে গল্পের পাশাপাশি ছিলো প্রাসঙ্গিক ছবি। আর এটি যে কোন কিছু শেখার যৌক্তিক উপায়। কারণ ছবিটি মনে একবার গেঁথে গেলে তার প্রাসঙ্গিক শব্দ বা বাক্যটি সহজেই মনে করা যায়। তাছাড়া খবরের কাগজ বা ভারি বইয়ের মত এখানে শত শত প্যারা থাকে না। ছোট ছোট দু-এক বাক্যে আকর্ষণীয় গল্পের ছবিগুলো মজা নিয়ে ইংরেজি শেখার রসদ যোগাবে।
আরও পড়ুন: দেশের বাইরে পড়তে যাওয়ার আগে যে অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি
পডকাস্ট শোনা ও লিরিকযুক্ত গানের ভিডিও দেখা
ইংরেজিতে লিসেনিংয়ের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন লেকচারের রেকর্ড শোনার পরামর্শ দেয়া হয়। কোন তথ্য নির্ভর কথোপকথন অথবা বিশ্লেষণী বিশদ বিবৃতিগুলো ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন পরীক্ষায় কাজে লাগে। তবে আনন্দ নিয়ে ইংরেজি শিখতে হলে শোনা যেতে পারে কোন অনুপ্রেরণামুলক বক্তৃতা বা কৌতুক সমগ্র।
ইংরেজিতে গান শোনার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে জনপ্রিয় ভিডিও স্ট্রীমিং প্ল্যাটফর্ম ইউটিউব। শুধু শোনাই নয়; লিরিক দেখে দেখে গানটি গাওয়ার চেষ্টা করাটা নিতান্ত মজার একটা অনুশীলন হতে পারে।
সাবটাইটেলসহ ইংরেজি মুভি বা সিরিজ দেখা
এটি ইংরেজি শেখার সবচেয়ে সহজ এবং উপযুক্ত উপায়। একদম শুরুর দিকে সাবটাইটেলসহ মুভি বা সিরিজগুলো দেখলে ঘটনার সাথে প্রতিটি সংলাপ বুঝার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ইংরেজি বলার সুর ও অঙ্গভঙ্গি অনুধাবন করা যায়। এরপর পুনঃবার একই মুভি দেখলে সংলাপগুলো আরও ভালভাবে অনুসরণ করা যায়। তবে তৃতীয়বার থেকে সাবটাইটেল ছাড়াই দেখে প্রতিটি ছোট ছোট ভিডিও ক্লিপ বিশদভাবে বোঝার চেষ্টা করতে হবে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে- মুভি বা সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর অনেকে তাদের প্রিয় সংলাপ বা দৃশ্য অনুকরণ করার চেষ্টা করে। আর এভাবেই একটি ইংরেজি মুভি বা সিরিজ স্বত্বঃস্ফূর্তভাবে একজন দর্শককে ইংরেজি শিখতে সাহায্য করে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় দেশের বাইরে যেতে প্রস্তুতির ধাপগুলো জেনে নিন
কলমি বন্ধু তৈরি
এখন ফেসবুকের কল্যাণে দেশ-বিদেশের এমন অনেক বন্ধুর সাথে হরহামেশাই কথা হয়, যাদের সাথে কোন দিন দেখাই হয়নি। কলমি বন্ধুর বিবর্তিত রূপের নাম দেয়া যেতে পারে ভার্চুয়াল বন্ধু, যেটা এখন খুব স্বাভাবিক একটি ব্যাপার। ইংরেজি শেখার জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে প্রায়ই ইংরেজিতে কথা বলার চর্চা করতে দেখা যায়। এটি ইংরেজিতে রাইটিং দক্ষতা বাড়ানোর একটি ভালো উপায়। তাছাড়া ভয়েস কলের মাধ্যমে স্পীকিং ও লিসেনিং টেস্টও করে নেয়া যেতে পারে। এখানে সাধারণ ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা ছাড়া কোন বিকল্প থাকে না। তাছাড়া বিদেশি বন্ধুটিও যখন দেশের সংস্কৃতি-সভ্যতার ব্যাপারে জানতে চায়, তখন বিভিন্ন বিষয়ের উপর সাবলীলভাবে কথা বলাটাও অনুশীলন হয়ে যায়।
গেম খেলা
একদম প্রাইমারি স্তরের জন্য তৈরি করা গেমগুলো ইংরেজি শেখার জন্য যে কোন বয়সের মানুষকে সাহায্য করতে পারে। ওয়ার্ডশেক, দ্যা গ্রামার অফ ডুম এবং ফ্রিরাইস-এর মাধ্যমে নতুন নতুন ইংরেজি শব্দ দিয়ে অনায়াসেই পরিপূর্ণ করা যাবে মস্তিষ্ককে। কোন কাজ ছাড়া অযথা স্মার্টফোন অথবা ফেসবুক ব্রাউজ করার অভ্যাসকে বদলে নেয়া যায় বাচ্চাদের এই গেমগুলো খেলা মাধ্যমে। অবশ্য এগুলো এমনভাবে আকর্ষণীয় করে বানানো হয়েছে যে, কৌতূহলী হয়ে কিছুটা দেখার জন্য গেম-এ প্রবেশ করলেও পুরো একটা গেম খেলে তবেই বেরতে হবে। ততক্ষণে দেখা যাবে দু-তিনটা নতুন ইংরেজি শব্দ বা বাক্য মাথায় ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুন: বিদেশি ভাষা শিক্ষা: যে ভাষাগুলো উন্নত ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করতে পারে
ইংরেজিতে কথা বলার অ্যাপ ব্যবহার
শত শত বন্ধু থাকলেও ইংরেজিতে কথা বলার জন্য এক সঙ্গী খুঁজে যেখানে মুশকিলের ব্যাপার, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সেখানে নিমেষেই সারা পৃথিবী ঘেটে খুঁজে এনে দিচ্ছে ইংরেজিতে কথা বলার বন্ধু। জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে স্পীক ইংলিশ, আইটকি, ডুয়োলিঙ্গো ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এগুলোর মাধ্যমে ঘরে বসেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে ভয়েস কলে কথা বলা যায়। অপর প্রান্তে যে কথা বলছে তারও উদ্দেশ্য থাকে ইংরেজিতে কথা বলার অনুশীলন করা। তাই ইংরেজি স্পীকিং দক্ষতা বাড়ানোর জন্য এই অ্যাপগুলো হতে পারে সেরা উপায়।
ইংরেজিতে চিন্তা করা
ইংরেজি অনুশীলনকারীদের প্রায়ই দেখা যায়- কথা বলা বা লেখার সময় প্রথমে বাংলাতে ভেবে তারপর তার অনুবাদ করে ইংরেজিতে বলছে বা লিখছে। এর ফলে কথোপকথনের সময় কথার ঊত্তর দিতে এবং লিখতে উভয় ক্ষেত্রেই বিলম্ব হয়। তাছাড়া এতে ইংরেজিতে স্বত্বঃস্ফূর্ততা বা ফ্লুয়েন্সি আসে না। এমনকি অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি বলাটা আরেও জটিল মনে হয়। এ থেকে উত্তরণের জন্য ইংরেজিতে চিন্তা করা দরকার। এর জন্য মস্তিষ্কে যথেষ্ট পরিমাণে ইংরেজি শব্দের যোগান দিতে হবে। আর এগুলো উপরোক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে বিশেষত ইংরেজি কমিক, মুভি, গান প্রভৃতির মাধ্যমে সম্ভব।
Read শিক্ষা সনদপত্র হারিয়ে গেলে করণীয়
পরিশেষে
সর্বপরি ইংরেজি শেখার সহজ উপায়গুলোর কার্যকারিতা উপলব্ধি করতে হলে অবশ্যই এগুলো জীবনযাত্রায় ধারণ করতে হবে। এ জন্য প্রথমেই প্রয়োজন ইংরেজি ভাষা শিক্ষার সদিচ্ছা। তাহলে ইংরেজি শেখার জটিলতাগুলো অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে।