করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে ২০২১ সালের মতই এবারও ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন হচ্ছে না জয় বাংলা কনসার্টের। কিন্তু ৭ মার্চকে ঘিরে ভিন্ন কিছু আয়োজনের কথা জানিয়েছে জয় বাংলা কনসার্টের আয়োজকেরা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার ইয়াং বাংলা আয়োজিত ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট হচ্ছে না। তবে বেশ কিছু টিভি চ্যানেলে সোমবার সারাদিন কনসার্ট নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।'
জয় বাংলা কনসার্ট নিয়ে এই বিশেষ অনুষ্ঠান প্রচার করবে একাত্তর টিভি (বিকেল ৪টা ৩০ মিনিটে), মাছরাঙ্গা টিভি (সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে), চ্যানেল ২৪ (রাত ৮টা ৩০ মিনিটে) এবং গান বাংলা (রাত ৯টা)।
আরও পড়ুন: ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ীদের নাম ঘোষণা ২০ ডিসেম্বর
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানগুলোতে জয় বাংলা কনসার্ট নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাবেন সেখানে অংশ নেয়া শিল্পীরা। এর পাশাপাশি তারা গান গেয়েও শোনাবেন। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানও গেয়ে শোনানো হবে। আর সেই সঙ্গে কনসার্ট ঘিরে তাদের মজার সব অভিজ্ঞতা নিয়েও হবে কথা।
উল্লেখ্য ২০১৪ সালে যাত্রা শুরু করে সিআরআই-এর অঙ্গ সংগঠন ইয়াং বাংলা। ২০১৫ সালে তারুণ্যের বৃহত্তম এই প্লাটফর্ম প্রথমবারের মত ৭ মার্চ আয়োজন করে জয় বাংলা কনসার্ট। এরপর টানা ৫ বছর নিয়মিত এই কনসার্টের আয়োজন করে এসেছে ইয়াং বাংলা।