আর্মি স্টেডিয়াম
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর দুই দিনব্যাপী চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে আজ।
আজ সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে চূড়ান্ত আসরটি শুরু হবে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের (বিএএফ) আয়োজনে দেশের সবচেয়ে বড় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন হবে আজ বিকাল ৩টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিএএফ সভাপতি এম তোফাজ্জেল হোসেন মিয়া।
গত জানুয়ারিতে শুরু হয় দেশব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম পর্ব। প্রতিযোগিতার চারটি বিভাগে ৩২টি ইভেন্টে সমস্ত উপজেলা থেকে প্রায় ৫০ লাখ আত্মবিশ্বাসী ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ জিতেছেন কেনিয়ার কিপ্রোটিচ
‘এ’ এবং ‘বি’ গ্রুপে, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ১০০-মিটার এবং ২০০-মিটার দৌড়, উচ্চ লাফ এবং লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতা করছে।
‘সি’ এবং ‘ডি’ গ্রুপে, নবম এবং দশম-শ্রেণির শিক্ষার্থীরা ১০০-মিটার, ২০০-মিটার, ৪০০-মিটার, ৮০০ মিটার, এক হাজার ৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জ্যাভলিন থ্রো, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪×১০০-মিটার রিলে রেস করে।
আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতা জানুয়ারিতে, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা-২৩’ শুরু শুক্রবার
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
১ বছর আগে
প্রাণের শহরকে মাতাল ১৬ ব্যান্ড
হেমন্তের সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুক্রবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হল ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’। পারফর্ম করেছে দেশসেরা ১৬টি ব্যান্ড।
মঞ্চে দেখা গেছে নগর বাউল থেকে শুরু করে মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক। ছিল অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ এর মতো দলগুলো।স্বভাবতই কনসার্টটি নিয়ে শ্রোতা দর্শকের উত্তেজনা চরমে। অগ্রিম টিকেট পেতেও লক্ষ্য করা গেছে দর্শকের হুড়োহুড়ি।
আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই আর্মি স্টেডিয়ামের দরজা খুলে দেয়া হয়। দুপুর থেকেই শুরু হয় কনসার্ট। চলে মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন: বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্টের উদ্বোধন
২ বছর আগে
২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ব্যান্ড মিউজিক ফেস্ট
রক আইকন আইয়ুব বাচ্চুর স্বপ্নকে বাস্তবায়ন করতে গত ৯ বছর ধরে ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ আয়োজন করে। এত বছর চ্যানেল আইয়ের অফিস প্রাঙ্গনে এই আয়োজন হয়ে আসলেও, এবার তা আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার এই আয়োজনে যোগ দিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)।
‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ এবারের কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে। এবারের কনসার্টে অংশ নেবে ১৬টি ব্যান্ড।
আরও পড়ুন: আমি কিন্তু হাল ছাড়িনি: নিপুণ
মঙ্গলবার আসন্ন ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই ও বামবা।
চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২, পাওয়ার্ড বাই গান বাংলা এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদসহ দেশ সেরা ব্যান্ডগুলোর প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই ‘গান বাংলা’ এর বিস্তারিত তুলে ধরে প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, এখন থেকে প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর (শুক্রবার) আর্মি স্টেডিয়ামে।
১লা ডিসেম্বর সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে থেকে ‘ব্যান্ড মিউজিক ডে’ এর উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বামবার তালিকাভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যরা।
এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হবে আজম খান, আইয়ুব বাচ্চু, লাকী আখান্দসহ প্রয়াত ব্যান্ড তারকাদের।
বামবার পক্ষ থেকে হামিন আহমেদ জানান, আমাদের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আইয়ের এমন মহৎ উদ্যোগের সঙ্গে প্রথমবার যুক্ত হয়ে বছরের সবচেয়ে বড় কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বামবা। আশা করি সবাই এমন উদ্যোগের পাশে থাকবেন।
এরপর তিনি এবারের কনসার্ট এ অংশগ্রহণকারী ১৬টি ব্যান্ডের নাম ঘোষণা করেন।
কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হচ্ছে- নগর বাউল, মাইলস, ওযারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক,
অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট,
পেন্টাগন এবং পাওয়ারসার্জ।
আরও পড়ুন: ‘খায়রুন সুন্দরী’র অভিনেতা মুকুল তালুকদার আর নেই
আসুন বিনোদিত হই, খেলাকে খেলা হিসেবেই নেই: আসিফ আকবর
২ বছর আগে
এবারও হচ্ছে না জয় বাংলা কনসার্ট, থাকছে ভিন্ন আয়োজন
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে ২০২১ সালের মতই এবারও ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন হচ্ছে না জয় বাংলা কনসার্টের। কিন্তু ৭ মার্চকে ঘিরে ভিন্ন কিছু আয়োজনের কথা জানিয়েছে জয় বাংলা কনসার্টের আয়োজকেরা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার ইয়াং বাংলা আয়োজিত ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট হচ্ছে না। তবে বেশ কিছু টিভি চ্যানেলে সোমবার সারাদিন কনসার্ট নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।'
জয় বাংলা কনসার্ট নিয়ে এই বিশেষ অনুষ্ঠান প্রচার করবে একাত্তর টিভি (বিকেল ৪টা ৩০ মিনিটে), মাছরাঙ্গা টিভি (সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে), চ্যানেল ২৪ (রাত ৮টা ৩০ মিনিটে) এবং গান বাংলা (রাত ৯টা)।
আরও পড়ুন: ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ীদের নাম ঘোষণা ২০ ডিসেম্বর
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানগুলোতে জয় বাংলা কনসার্ট নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাবেন সেখানে অংশ নেয়া শিল্পীরা। এর পাশাপাশি তারা গান গেয়েও শোনাবেন। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানও গেয়ে শোনানো হবে। আর সেই সঙ্গে কনসার্ট ঘিরে তাদের মজার সব অভিজ্ঞতা নিয়েও হবে কথা।
উল্লেখ্য ২০১৪ সালে যাত্রা শুরু করে সিআরআই-এর অঙ্গ সংগঠন ইয়াং বাংলা। ২০১৫ সালে তারুণ্যের বৃহত্তম এই প্লাটফর্ম প্রথমবারের মত ৭ মার্চ আয়োজন করে জয় বাংলা কনসার্ট। এরপর টানা ৫ বছর নিয়মিত এই কনসার্টের আয়োজন করে এসেছে ইয়াং বাংলা।
২ বছর আগে