দেশের ৪২ প্রখ্যাত শিল্পীর কাজ নিয়ে গ্যালারি কসমস আয়োজিত এ বিশেষ ভার্চুয়াল প্রদর্শনী http://www.gallerycosmos.org.bd সাইটে গত ১৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হয়।
ভিডিও, ফটো ও বই স্থান পাওয়া এ বহুমাত্রিক প্রদর্শনীতে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশি প্রতিষ্ঠান কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশন।
এ আয়োজনে মিডিয়া ও নলেজ পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এবং এর অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা ক্যুরিয়ার।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান খানের সভাপতিত্বে গত ১৪ আগস্ট এ প্রদর্শনীর অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ কর্বেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনীতি বিভাগের বিশিষ্ট অধ্যাপক হায়দার আলী খান।
গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েতও অনুষ্ঠানে যোগ দেন এবং এতে সমাপনী বক্তব্য দেন।
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন- এএইচ ঢালী তমাল, আবদুল গফফার বাবু, আবদুল্লাহ আল বশির, আফরোজা জামিল কনকা, আহমেদ শামসুদ্দোহা, অলকেশ ঘোষ, আলপ্তগীন তুষার, আমিরুল মোমেনিন চৌধুরী, অমিত নন্দী, আনিসুজ্জামান আনিস, অনুকুল চন্দ্র মজুমদার, আজমির হোসেন, আজমল হোসেন, বীরেন সোম, বিশ্বজিৎ গোস্বামী, ধীমান কুমার বিশ্বাস, দিলীপ কুমার কর্মকার, ফরহাদ হোসেন, হামিদুজ্জামান খান, ইকবাল বাহার চৌধুরী, জামাল আহমেদ, জয়ন্ত মন্ডল, জয়ন্ত সরকার জন, কামরুজ্জোহা, কুহু কুহু প্লামন্দন, মানিক বনিক, মো. আজমল উদ্দিন, মো. জসিম উদ্দিন, নাজিব তারেক, নাসিম আহমেদ নাদভী, নাসির আলী মামুন, নাজিয়া আন্দালিব প্রিমা, নিসার হোসেন, প্রশান্ত কর্মকার, রত্নেশ্বর শুত্রধর, রুহুল করিম রুমী, শাহাবুদ্দিন আহমেদ, শাহজাহান আহমেদ বিকাশ, শেখ আফজাল হোসেন, সোহেল প্রানন, সৌরভ চৌধুরী ও তাজুল ইসলাম।