ইউএনবি
আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
ইউএনবির প্রয়াত চেয়ারম্যান আমানুল্লাহ খান স্মরণে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) পাঠাগারে শিক্ষাসামগ্রী প্রদান করেছে তার পরিবার। এ উপলক্ষে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক স্মরণসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আমানুল্লাহ খান স্মরণে এইউবি আয়োজিত অনুষ্ঠানে তার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী শিরিন খান বলেন, ‘দীর্ঘ কর্মজীবনে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বই পড়তে এবং সংগ্রহ করতে।’
‘বই ছিল আমানুল্লাহ খানের প্রাণ। আমার বাসার সব জায়গায় শুধু বই আর বই। কোথাও গেলে কার্টন কার্টন বই নিয়ে যেতেন আমানুল্লাহ। বই আর লাইব্রেরিই ছিল তার সব।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের ৫৩ বছরের সংসারের স্মৃতির সঙ্গে বই জড়িয়ে আছে। পেশাগত জীবনে আমানুল্লাহ ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। কিন্তু ইউএনবির সঙ্গে জড়িয়ে তার ধ্যান-ধারণা সাংবাদিকতা আর বই নিয়েই ছিল। আজকে আমানুল্লাহ খানের এই বই আপনাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফর সাদিক বলেন, ‘আমানুল্লাহ খান আজকে মহানুভবতার উদহারণ তৈরি করে গেলেন। আজকে তার পরিবার বই উপহার দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। মানুষ চলে যায় কিন্তু হয়তো কিছুই রেখে যায় না। তবে আমানুল্লাহ খান জ্ঞানের বিশাল ভান্ডার রেখে গেলেন বিশ্ববিদ্যালয়ের জন্য।’
বই গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান রাবেয়া আক্তার বলেন, ‘আমানুল্লাহ খান ও শিরিন খানের কোনো সন্তান নেই; বই ছিল তাদের কাছে সন্তানসম। আর এই মহামূল্যবান সম্পদই আজকে তারা আমাদের হাতে তুলে দিলেন। এই বই আমাদের কাছে মহামূল্যবান সম্পদ হিসেবে গচ্ছিত থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এইউবির ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘আমানুল্লাহ খানের এই অনুদান শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের জন্য অতি মূল্যবান উপহার। তার পরিবারের এই বদান্যতায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৃতজ্ঞ। এই বই উপহার আমানুল্লাহ খানের দেওয়া সদকায়ে জারিয়া। এই বইয়ের উসিলায় আল্লাহ তার আত্মার মাগফিরাত নসিব করবে—এই দোয়া করছি।’
৬৯ দিন আগে
ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, নিরপেক্ষ সাংবাদিকতায় জোর
বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকতা ও নিউজ মিডিয়ার ওপর গুরুত্বারোপ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (শনিবার) সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।
পরে তিনি জেলা প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন এবং আলোকচিত্রের পাশাপাশি সাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। ছবি তোলার ক্ষেত্রে কেবল যথার্থতা ও মান বজায় রাখাই নয়, সৃষ্টিশীলতা আনার বিষয়েও জোর দেন এই আলোকচিত্রী।
বৈশ্বিক ও স্থানীয় আলোকচিত্রীদের তোলা বিভিন্ন ছবির বিশ্লেষণ করে জেলা প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালার এই প্রতিষ্ঠাতা।
সম্মেলনে আগত জেলা প্রতিনিধিদের স্বাগত জানান ইউএনবির নির্বাহী পরিচালক নাহার খান। আসন্ন সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সুবিধাবলী তুলে ধরেন তিনি।
পেশাগত কাজে সততা ও উদ্ভাবনের ওপর জোর দেন নাহার খান। পাশাপাশি বিভিন্ন সংকটে সংবাদ প্রকাশের জেরে সরকার কীভাবে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়—উদহারণসহ তা তুলে ধরেন তিনি।
সম্মেলনে পরিবেশ সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং, গণমাধ্যম আইন নিয়ে জেলা প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা সেশন করে ইউএনবির বিশেষায়িত টিম।
জেলা প্রতিনিধিদের কাজের কৌশলগত দিকনির্দেশনা দেন ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, সম্পাদক মাহফুজুর রহমান ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান, মিডিয়া ব্যক্তিত্ব আফসান চৌধুরী, কসমস ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
২০২৪ সালে কাজের স্বীকৃতিস্বরূপ ইউএনবির জেলা প্রতিনিধিদের মধ্যে হোসেইন মালিক (চুয়াডাঙ্গা), শেখ দিদারুল আলম (খুলনা) ও সাইফুল ইসলাম শিল্পীকে (চট্টগ্রাম) সম্মাননা দেওয়া হয়। ঢাকাসহ বিভিন্ন জেলার শতাধিক সংবাদকর্মী এই সম্মেলনে অংশ নেন।
৭৪ দিন আগে
ইউএনবিতে দুই দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু
বর্তমান গণমাধ্যম জগতে ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়াসে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) নেতৃত্বে দুই দিনের ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার কসমস সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করছেন পিটিআইয়ের ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড ফ্যাক্ট-চেকিং বিভাগের প্রধান প্রত্যুষ রঞ্জন এবং পিটিআইয়ের বার্তা সম্পাদক অভিনব গুপ্ত।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাংবাদিকদের দক্ষতা বাড়ানো, সংবাদে ভুল তথ্য, ভুল তথ্য ও বিকৃতি শনাক্ত ও প্রতিরোধে তাদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য।
আরও পড়ুন: ব্রাজিলে গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এনায়েতউল্লাহ খান
ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, নির্বাহী সম্পাদক নাহার খান, সম্পাদক মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শায়ান এস খান প্রমুখ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনায়েতউল্লাহ খান বর্তমান সময়ে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখতে কঠোর ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রায়শই যাচাই না করা তথ্যগুলো ছড়িয়ে দেয়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান এবং দ্রুত ডিজিটাল রূপান্তর তথ্য প্রচারে নাটকীয় পরিবর্তন এনেছে। এটি সংবাদের অধিকারকে গণতান্ত্রিক করে তুললেও ভুল ও মিথ্যা তথ্য এবং বিকৃতির আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে।
নাহার খান বলেন, এই প্রশিক্ষণের জন্য পিটিআইয়ের সঙ্গে অংশীদার হওয়ার ইউএনবির সিদ্ধান্ত সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি তাদের দৃঢ়তার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘ভুল তথ্য মোকাবিলায় আজ সতর্কতা ও দক্ষতার প্রয়োজন। এই ফ্যাক্ট-চেকিং উদ্যোগ মিথ্যা প্রতিরোধ এবং ইউএনবিতে আমাদের প্রতিবেদনের সততা রক্ষায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
৭২ বছরের ইতিহাস নিয়ে পিটিআই ভারতে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ সাংবাদিকতার একটি দৃষ্টান্ত হিসাবে দাঁড়িয়ে আছে। এর সম্পাদকীয় বিভাগের মধ্যে এর ফ্যাক্ট-চেকিং বিভাগ নির্ভুলতা এবং দায়িত্বশীল প্রতিবেদনের প্রতি এজেন্সির প্রতিশ্রুতির উদাহরণ।
বৃহস্পতিবারের প্রশিক্ষণ অধিবেশনে, প্রত্যুষ রঞ্জন কার্যকর ফ্যাক্ট-চেকিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পদ্ধতিগুলো তুলে ধরেন। অভিনব গুপ্ত নিউজরুম কার্যক্রমগুলোতে বর্তমান বিশ্বের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা করেন।
সংবাদ পরিবেশনে সত্যের পবিত্রতা সমুন্নত রাখতে সাংবাদিকদের আরও দক্ষতা বৃদ্ধিতে ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে শুক্রবার (২০ ডিসেম্বর) কর্মশালাটি শেষ হবে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
১১৮ দিন আগে
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
ষষ্ঠ ওয়ার্ল্ড মিডিয়া সামিটে (ডব্লিউএমএস) অংশগ্রহণ করতে আমন্ত্রিত হয়েছেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান। আগামী ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর এই সামিট হতে যাচ্ছে।
২০০৯ সালে সিনহুয়া নিউজ এজেন্সি, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, তাস ও কিয়োডো নিউজের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক মিডিয়া সংস্থাগুলো মিলে ওয়ার্ল্ড মিডিয়া সামিট প্রতিষ্ঠা করে। এটি বর্তমানে বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
এবারের সামিটের প্রতিপাদ্য ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া ট্রান্সফরমেশন'। গণমাধ্যমে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে এবারের সামিটে আলোচনা করা হবে। সংবাদ সংগ্রহ, উৎপাদন এবং বিতরণকে এআই কীভাবে নতুন রূপ দিচ্ছে এবং ভবিষ্যতে এআইয়ের কারণে গণমাধ্যমকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ও যেসব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে সেসব বিষয়ে আলোচনা করবেন সামিটে অংশগ্রহণকারীরা।
২০২৩ সালের ডিসেম্বরে চীনের গুয়াংডং ও ইউনান প্রদেশে আয়োজিত হয় ৫ম ওয়ার্ল্ড মিডিয়া সামিট। এই আয়োজন বেশ প্রশংসিত হয় যার ফলে এবছরের আয়োজনের ওপর প্রত্যাশা আরও বেশি।
বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং হাই-টেক উদ্যোক্তাদের সঙ্গে সামিটে যোগ দেবেন ইউএনবির প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান। ইউএনবি প্রতিষ্ঠার পর একে দক্ষিণ এশিয়ার প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বেসরকারি সংবাদ সংস্থায় পরিণত করেছেন তিনি। পাশাপাশি জাতীয় সাপ্তাহিক ঢাকা কুরিয়ারের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
প্রতিনিয়ত বিশ্ব গণমাধ্যম যেসব সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরামে পরিণত হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া সামিট। এ বছরের সামিটে এআই ও গণমাধ্যমের রূপান্তরকে মূল আলোচ্য করা হয়েছে, যা বিশ্ব গণমাধ্যমের গতিশীলতা ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে উদ্ভাবনের ধারণার গুরুত্ব তুলে ধরে।
২৩৩ দিন আগে
মাসুদ জামিল খান আয়ারল্যান্ডের অনারারি কনসাল নিযুক্ত
কসমস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খানকে আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল ঘোষণা করা হয়েছে।
আয়ারল্যান্ড সরকার গত সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য মাসুদকে দেশটির অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিয়েছে।
মাসুদ দেশের বৃহত্তম বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এবং একটি স্বাধীন সংবাদভিত্তিক সাময়িকী ঢাকা কুরিয়ার-এর একজন পরিচালকও।
মাসুদ ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সোদের স্কুল অব বিজনেস থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং হার্ভার্ড বিজনেস স্কুলে ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেন।
আরও পড়ুন: গ্যালারি অন হুইলস: ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রিকশা পেইন্টারদের কসমস ফাউন্ডেশনের সংবর্ধনা
তিনি একজন প্রকৃতিপ্রেমিক, পরিবেশবাদী ও ওয়াইল্ডটিমের সদস্য।
এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রাক্তন ছাত্র এবং ভ্যাঙ্কুভার বোর্ড অব ট্রেডের সদস্য।
খান অনেক আন্তর্জাতিক অর্থনৈতিক ও মিডিয়া সম্পর্কিত ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ঢাকার আমেরিকান স্কুলে তিনি ২০০১ সালে এআইএসডি ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ এবং ব্রজেন দাস সাঁতার প্রতিযোগিতা পুরস্কার অর্জন করেন।
খান শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদের (বি ইউ) নাতি।
আরও পড়ুন: মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনীর আয়োজন করছে গ্যালারি কসমস
একুশে পদক ২০২৩ বিজয়ী কনক চাঁপাকে গ্যালারি কসমসের সংবর্ধনা
৪৮২ দিন আগে
নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের উপায় নিয়ে চীনে শুরু হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া সামিট
ডিজিটালাইজেশনের যুগে যথাযথ রিপোর্টিং এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করতে দক্ষিণ চীনের গুয়াংজুতে জড়ো হয়েছেন বৈশ্বিক মিডিয়া নেতারা।
৫ম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ১০১টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে ১৯৭টি মূলধারার গণমাধ্যমের প্রতিনিধিও রয়েছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'বুস্টিং গ্লোবাল কনফিডেন্স, প্রমোটিং মিডিয়া ডেভেলপমেন্ট'।
ইউএনবি ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান সপ্তাহব্যাপী সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইউএনবির পরিচালক মাসুদ জামিল খানও সম্মেলনে উপস্থিত হয়েছেন।
সম্মেলনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া। যেখানে প্রতিনিধিরা মানব উন্নয়ন ও নিরাপত্তা, নতুন প্রযুক্তিগত সুযোগ ও চ্যালেঞ্জ, নতুন যুগে গণমাধ্যম ও বাজার এবং অভিন্ন উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন: চীনে ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ইউএনবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
৪৯৯ দিন আগে
চীনে ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ইউএনবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের গুয়াংজুর নানশা বে মেরিনা কনভেনশন সেন্টারে চলমান পঞ্চম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউএনবি ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান।
শুক্রবার শুরু হওয়া সপ্তাহব্যাপী সামিটে কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ খান তার সঙ্গে রয়েছেন।
ইউএনবি দক্ষিণ এশিয়ার প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বেসরকারি সংবাদ সংস্থা কসমস গ্রুপের মিডিয়া শাখা।
বাংলাদেশের ৬৪টি জেলায় সংবাদদাতা ও সাংবাদিকদের একটি প্রতিষ্ঠিত নেটওয়ার্ক হিসেবে ইউএনবি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ২০ মিলিয়নেরও বেশি পাঠকের কাছে সংবাদ ও তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য উৎস হিসেবে স্বীকৃত।
ইউএনবির প্রতিনিধিরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন এবং আগামী দিনের বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে বৈশ্বিক মিডিয়া আউটলেটের অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া দেশটির গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহর এবং ইউনান প্রদেশের কুনমিং শহরে ২-৮ ডিসেম্বর ওয়ার্ল্ড মিডিয়া সামিট আয়োজন করেছে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
৫০০ দিন আগে
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
পঞ্চম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে চীনের গুয়াংজু পৌঁছেছেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এবং কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান।
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহর এবং ইউনান প্রদেশের কুনমিং শহরে ২ থেকে ৮ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে চীনের সংবাস সংস্থা সিনহুয়া।
১০১টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০টি মূলধারার গণমাধ্যম, থিংক ট্যাঙ্ক ও সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী বাস্তব সহযোগিতায় পৌঁছানোর আশায় এ বছর এই সম্মেলনে অংশ নেবেন।
'বুস্টিং গ্লোবাল কনফিডেন্স, প্রমোটিং মিডিয়া ডেভেলপমেন্ট' শীর্ষক এই সম্মেলনে গণমাধ্যমের আস্থা বৃদ্ধি, নতুন প্রযুক্তির সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল যুগে নতুন বাজার অন্বেষণ এবং বৈশ্বিক মিডিয়া সহযোগিতায় অভিন্ন ভবিষ্যতের জন্য প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
৫০২ দিন আগে
ঢাকায় রোমানিয়ান জাতীয় দিবস উদযাপিত
রোমানিয়ার ১০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারিধারায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনারারি কনসাল এবং ইউএনবি ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান বৃহস্পতিবার (২৯ নভেম্বর) তার বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
শুরুতে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক এবং আসন্ন ডিসেম্বর মাসের গুরুত্ব তুলে ধরে এনায়েতউল্লাহ খান বলেন, বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
ড. ইফতেখার উল্লেখ করেন, এনায়েতউল্লাহ খান সম্প্রতি নাইট পদমর্যাদায় রোমানিয়ান ন্যাশনাল অর্ডার ফর মেরিটে ভূষিত হয়েছেন। তিনি বলেন, ‘আপনি সত্যিই এর যোগ্য।’
আরও পড়ুন: রোমানিয়ার জাতীয় দিবস উদযাপিত
রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের সংলাপে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উচ্চ প্রশংসার নিদর্শন স্বরূপ খানকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়।
এই পুরস্কার প্রদান করেন রোমানিয়ার প্রেসিডেন্ট। ন্যাশনাল অর্ডার ফর মেরিট রোমানিয়ায় প্রদত্ত গুরুত্বপূর্ণ বেসামরিক বা সামরিক পরিষেবাগুলিকে স্বীকৃতি দেয়।
ড. ইফতেখার বলেন, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার সম্পর্ক এখন অনেক শক্তিশালী হয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এবং শ্রম খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কাজ হচ্ছে।
‘রোমানিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার’ উল্লেখ করে তিনি বলেন, খান বাংলাদেশে রোমানিয়ার প্রতিনিধিত্ব করে অসাধারণ কাজ করছেন।
তিনি ২০২১ সালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সফর এবং এই সফরের ফলাফলের কথাও স্মরণ করেন, যা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করেছে।
শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রেট ইউনিয়ন দিবসকেই রোমানিয়ার জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯১৮ সালের এই দিনে ট্রান্সিলভানিয়ার পাশাপাশি রোমানিয়ান রাজ্যের সঙ্গে বেসারাবিয়া ও বুকোভিনা প্রদেশের একত্রীকরণ করা হয়েছিল।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
মোটরসাইকেলে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ার তরুণী এখন সাতক্ষীরায়
৫০৩ দিন আগে
রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর মৌচাক এলাকায় ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) কার্যালয়ের কাছে বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
তিনি আরও জানান, ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
কসমস সেন্টারের নিরাপত্তা প্রহরী আশিকুর রহমান জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
৫১১ দিন আগে