বসুন্ধরার আলটিমেট ফান ফ্যাক্টরি
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভার্টিকেল গেমিং জোন হিসেবে ২০১৮ সালের ১৬ নভেম্বর দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ আলটিমেট ফান ফ্যাক্টরির উদ্বোধন করে। রাজধানীর পান্থপথে অবস্থিত ১৯ তলা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ১৪ থেকে ১৮ তলার পাঁচটি ফ্লোর জুড়ে থাকা এ বিনোদনের স্থানটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে সহজেই আসতে পারেন।
গেমিং জোনটিতে মজাদার ভার্চুয়াল গেম এবং শিশুদের রোমাঞ্চকর অনুভূতি দিতে বেশ কিছু আয়োজন রয়েছে। জনপ্রিয় গেমের মধ্যে রয়েছে লেজার ট্যাগ, এয়ার হকি স্টর্ম, বোলিং, ভিআর শ্যুটার ওয়াকার, স্পিডি এয়ার হকি, ইন্টারেক্টিভ সিনেমা শ্যুটার ৭ডি, মাল্টি ডাইমেনশনাল সিনেমা ৫ডি, ব্যাটম্যান, লেজার ম্যাজ, সিমুলেটর রোলার কোস্টার, প্যারাগ্লাইডিং, ভিআর ওয়ার ফিল্ড, ফ্লাই ম্যাক্স, জুরাসিক পার্ক, ওয়াকিং ডেড শুটিং ইত্যাদি।
বসুন্ধরার আলটিমেট ফান ফ্যাক্টরিতে প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। ক্যাটাগরির ওপর নির্ভর করে প্রতিটি গেমিংয়ের ফ্রি জনপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা। পাঁচটি পৃথক ফ্লোরের জন্য, আলটিমেট ফান ফ্যাক্টরিতে ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে পাঁচ ধরনের গেমিং প্যাকেজ সুবিধা দিচ্ছে। মঙ্গলবার পুরো দিন এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকে এ গেমিং জুনটি। এছাড়া, সপ্তাহের বাকি দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
বাবুল্যান্ড
শিশুদের অভিনব গেমিংয়ের অভিজ্ঞতা দিতেই চালু হয় বাবুল্যান্ড। মিরপুর, উত্তরা, বাড্ডা, ও ওয়ারীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডের বেশ কয়েকটি শাখা আছে। বাবুল্যান্ডের শাখাগুলোতে সর্বোচ্চ ১০ বছর বয়সী শিশুদের জন্য একাধিক সুবিধার বিভিন্ন ধরনের ইনডোর গেমের সুযোগ রয়েছে, যা একে শিশুদের জন্য ঢাকার প্রথম সারির বিনোদন স্থলে পরিণত করেছে।
এক বছর থেকে ১০ বছর বয়সী প্রতিটি শিশুর (১২০ সেন্টিমিটার উচ্চতা) প্রবেশ ফি ৩০০ টাকা। সর্বোচ্চ ১২ মাস বয়সী প্রতিটি শিশুর প্রবেশ ফি ১৫০ টাকা। অভিভাবকদের প্রত্যেকের প্রবেশ ফি ২০০ টাকা। প্রবেশ ফি দুই ঘণ্টার জন্য প্রযোজ্য হবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব কেন্দ্র পরিদর্শন করা যাবে। শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে বাবুল্যান্ড। কেন্দ্রে প্রবেশ জন্য প্রতিটি শিশুকে মোজা পরে ঢুকতে হবে। বাসা থেকে মোজা নিয়ে না আসলে আপনি তাদের অভ্যর্থনা কেন্দ্র থেকে মোজা কিনতে পারবেন।
অ্যাপ্ল ব্যবহার করে বাবুল্যান্ড সেবা বুক করতে পারবেন।
বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডগুলোর ঠিকানা হলো- মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্সে, মিরপুর রোড, ঢাকা-১২১৬-তে বাবুল্যান্ড মিরপুর, নর্থ টাওয়ার, সোনারগাঁও জনপথ, ঢাকা-১২৩০-এ বাবুল্যান্ড উত্তরা, ২৯ র্যাঙ্কিং স্ট্রিট, রোজ ভ্যালি শপিংমল, ওয়ারী-১২০৩-এ বাবুল্যান্ড ওয়ারী এবং বিটিআই প্রিমিয়ার প্লাজা, বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১২-এ বাবুল্যান্ড বাড্ডা অবস্থিত।
কিডস ফানভিলি
বিভিন্ন বয়সের শিশুদের ঘণ্টার পর ঘণ্টা জুড়ে প্রফুল্লতায় ব্যস্ত রাখার আরেকটি অন্যতম স্থান হলো কিডস ফানভিলি। আন্তর্জাতিক মানের এ গেম জোনটি মোহাম্মদপুরের টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্সের নবম তলায়। কিডস ফানভিলি নানা খেলার সরঞ্জামসহ শিশুদের বিনোদনের জন্য ডিজাইন করা হয়েছে।
অল্প বয়সী থেকে শুরু করে সব বয়সী শিশুদের সক্রিয় অংশগ্রহণের আনন্দময় পরিবেশের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিডস ফানভিলি।
কিডস ফানভিলিতে কেন্দ্রীয় শীততাপ সুবিধা রয়েছে। এখানে শিশু ও পিতা-মাতা উভয়ই নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে সময় কাটাতে পারেন। সম্পূর্ণ কেন্দ্রটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। প্রতি বৃহস্পতিবার কিডস ফানভিলি বন্ধ থাকে। আর শুক্রবার থেকে শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা এবং রবিবার থেকে বুধবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে এ কেন্দ্র।