বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে শনিবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বলেছে, তাজউদ্দীন আহমদ দেশের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়িয়েছিলেন।
তাজউদ্দীন আহমদকে তার দূরদর্শী নেতৃত্বের জন্য স্মরণ করা হয়।
সিআরআই তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘জনকল্যাণের একটি হাতিয়ার হিসেবে রাজনীতির ওপর বিশ্বাস, তার জীবদ্দশায় অসংখ্য উদাহরণের মাধ্যমে ফুটে উঠেছে।’
তাজউদ্দীন আহমদকে নিয়ে চার মিনিটের একটি ভিডিও শেয়ার করেছে সিআরআই।
২৩ জুলাই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী।