সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিকের মিরপুর শাখার রুকু, মুন্নি, আসমা, রাজিব, আঁখি মেলা থেকে বই সংগ্রহ করেছে। মেলার বই সংগ্রহ কেন্দ্র থেকে সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে বই তুলে দিয়েছে বিকাশ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ হাজার বই দেবে বিকাশ। একইসাথে মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের এ বই প্রদান কার্যক্রমে অংশ নিতে পারেন।
বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, সব বয়সের মানুষের মননের উৎকর্ষ সাধনে বইয়ের কোন বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে বই পড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধমে মেলায় আসা পাঠক-ক্রেতা-লেখক-দর্শনার্থীদের সাথে নিয়ে আমরা যত বেশি বই সংগ্রহ করতে পারব, সারাদেশের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুসহ নানান বয়সের পাঠকদের কাছে তত বেশি বই পৌঁছে দিতে পারব।’
অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যে স্কুল চালাই, সেখানে সেই অর্থে লাইব্রেরি নেই। মেলায় আসা অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য বই কেনার পাশাপাশি একটা করে বই কিনে দেন তাহলে ওদের সুস্থ চিন্তা ও মননের বিকাশ ঘটার সুযোগ তৈরি হবে।’
বই দেয়ার পাশাপাশি, মেলায় বই কিনে বিকাশে পেমেন্ট করলে ১০ শতাংশ হারে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। এ ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে।