প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ১৬ তারিখ এ মেলার আয়োজন করেন মেলা কমিটি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম ঘোড়দৌড় মেলা এটি।
খুলনা বিভাগীয় এ বৃহত্তম মেলা দেখতে আসে আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ। বাহারি রঙের খেলনা-মাটির হাড়ি কলস, বাঁশ-বেত, মাছ, নাগরদোলা, যাদু, পুতুল নাচ, ফর্নিচার, প্রসাধনী, নানা রকম খেলনা সামগ্রী নিয়ে প্রায় তিন চার কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণ এই মেলা। পার্শ্ববর্তী জেলা যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, আলফাডাঙ্গা, ফরিদপুর জেলা থেকে এসব দোকানীরা আসে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এছাড়া বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি ঘোড়া এবারের মেলায় ঘৌড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মেলার প্রধান আকর্ষণ একই স্থানে দাঁড়িয়ে ঘোড়দৌড় উপভোগ ছাড়াও রাতে বিচার গানের আসর বসে। বিচার গানের শিল্পী সানিয়া পারভীন ও প্রতিপক্ষ শিল্পী তাপস সরকার গান গেয়ে আসর জমান।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ওরাওঁ সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত
তহিদুজ্জামানের পরিচালনায় মেলা কমিটির সভাপতি নিজাম মোল্লা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘এবারের মেলা সবার সহযোগিতায় অনেক সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। মেলা দেখতে এ বছর নানা বয়সী লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।’
আরও পড়ুন: ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঘোড়দৌড় শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ নম্বর পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।