শনিবার শিল্পকলার জাতীয় চিত্রশালা প্লাজায় শিল্পের এই মনোজ্ঞ কর্মযজ্ঞ প্রদর্শনী শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থাপনা শিল্প প্রদর্শনী চলবে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আব্দুস সেলিম এবং গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায় বক্তব্য রাখেন।
এছাড়াও জাহীদ রেজা নূরের সঞ্চালনায় অনলাইনে যুক্ত ছিলেন- বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল আফরোজ রেবা, ইয়াকুব আলী খান, গুরুপদ গুপ্ত, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মীর বরকত, বিশিষ্ট কবি তারিক সুজাত, বিশিষ্ট যন্ত্রশিল্পী শ্যামল দাস, কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত, সরদার হীরক রাজা, শবনম মুস্তারি প্রিয়াংকা, মিথিলা মল্লিক এবং শিশুশিল্পী জিনাৎ ফারিহা করিম।
প্রদর্শনীর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন, তত্ত্বাবধানে আছেন এ এম মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান মীর, মাহাবুবুর রহমান, আয়নাল হক, এস এম মিজানুর রহমান।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত 8টা পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে সকলের জন্য উন্মুক্ত থাকবে।