সোমবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমরা জানতে পেরেছি চালক সাজু হত্যা মামলার একমাত্র আসামি মো. মাসুম সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।’
দাবি অনুযায়ী খুনি গ্রেপ্তার হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে চালকরা কাজ শুরু করেছে, যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট দুপুরে সীতাকুণ্ড উপজেলার টোল রোডে সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের মালিকানাধীন গ্যারেজ মেসার্স দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহানকে গুলি করা হয়। পরে সহকর্মীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে নগরীর বেসরকারি আল-আমিন হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চালক হত্যার প্রতিবাদে এবং খুনিকে গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে কর্মবিরতি পালন শুরু করে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। এতে চট্টগ্রাম বন্দর, ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (অফডক), তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার কনটেইনার পরিবহন বন্ধ হয়ে যায়।