বুধবার সন্ধ্যার দিকে ইউএনও রবিউল হাসান উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন বৃদ্ধা কদবানুর বাড়িতে। উপহার সামগ্রীর মাঝে রয়েছে- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকার একটি চেক, চাল, ডাল, তেল, নুডলস, চিড়া, চিনি, লবণসহ প্রয়োজনীয় খাবার সামগ্রী। এ সময় বৃদ্ধাকে দ্রুত একটি ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন তিনি।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের বাসিন্দা কদবানু বেগম। তার স্বামী ১৫ বছর আগে মারা গেছেন। এক মেয়ে ছিল তারও বিয়ে হয়েছে। রাস্তার পাশে টিনের একটি ভাঙা চালায় বসবাস করেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। স্বামীহীন এ বৃদ্ধা মহিলার থাকার স্থানটুকুও নড়বর, সীমাহীন কষ্ট নিয়ে বেঁচে আছেন কদবানু।
সহায়তা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কদবানু বেগম। অশ্রুশিক্ত হয়ে তিনি বলেন, ‘মন্ত্রী স্যারের সহায়তা পানুং (পেলাম)। ইউএনও স্যার সরকারি ঘর দিতে চাইল। সাংবাদিক বাবারা দূতের মতো এসে মোর ভাঙা ঘরের ছবি দিয়ে খবর ছাপায়। মোর খবর ছেপে দেয়ায় টিন ও টাকা পানুং, সরকারি ঘরও পাইম (পাবো)। ঘর পাওয়ার খবর শুনে মোর পরাণটা জুড়িয়ে গেল! আল্লাহ মন্ত্রী স্যার, ইউএনও স্যার, এসিল্যান্ড স্যার এবং পিআইও স্যারের সবসময় মঙ্গল করুক।’
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘খ তালিকায় সরকারি ঘর বরাদ্দ আসলে কদবানুকে একটি ঘর দেয়া হবে।’
আরও পড়ুন: একটি ঘরের অপেক্ষায় অসহায় কদবানু
মুজিব বর্ষে ঘর পাচ্ছেন ফরিদপুরের দেড় হাজার গৃহহীন পরিবার
বিজয় দিবসে ঘর পেল সুনামগঞ্জের ৩০টি গৃহহীন পরিবার
দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না: পরিবেশ মন্ত্রী
কর্মকর্তার অবহেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল না গৃহহীন পরিবারগুলো!