উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করার পর হঠাৎ করে ঝিনাইদহে শীতের তীব্রতা বেড়েছে। এতে স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে।
ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। সকালের দিকে পথঘাট কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকার চা দোকানি মনছুর আলী বলেন, ‘শীতের কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। সকাল ১০টা বাজলেও সূর্যের দেখা নেই। এতে শীত আরও বেড়েছে।’
শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক দবির উদ্দিন বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে সাথে হালকা বাতাসে শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়িতেই বসে থাকতে হচ্ছে।’
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ছিন্নমূল ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত ও দিনের বিভিন্ন সময় কম্বল বিতরণ করা হচ্ছে।