ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। এ উপলক্ষে খুলনা বিভাগের ৪ জেলার ১১টি উপজেলায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।
বিজিবির খুলনা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সমর্থন এবং একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে খুলনা, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মোট ২৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে কয়েকটি জেলায় ভোট গ্রহণ চলছে
খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফল; ভোলার সদর, দৌলতখালী ও বোরহানউদ্দিন এবং বরগুনা জেলার সদর ও বেতাগী উপজেলায় ২৬ প্লাটুন বিজিবি সদস্য শৃঙ্খলা বজায় রাখার চেষ্টায় নিয়োজিত রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে এসব এলাকায় টহল দিচ্ছে। তাদের উপস্থিতি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরেও আইনশৃঙ্খলা বজায় রাখতে আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় বিজিবির টহল দলগুলো মোতায়েন থাকবে।