কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের দুই কর্মকর্তা, কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন কর্মকর্তাসহ জেলায় বুধবার ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট এক হাজার ৬০৩ জন আক্রান্ত হয়েছেন। করোনায় জেলায় মোট মারা গেছেন ৪৬ জন।
কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার কুমিল্লা নগরীর ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জে একজন, চান্দিনায় ৭ জন, আদর্শ সদরে দুইজন, মেঘনায় দুইজন, দাউদকান্দিতে দুই জন, নাঙ্গলকোটে চারজন, বুড়িচং, সদর দক্ষিণ ও লালমাইয়ে একজন করে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ১১৭ জনের। এ দিন মনোহরগঞ্জে ৯ জন, আদর্শ সদরে ও কুমিল্লা নগরীতে দুইজন করে মোট ১৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২৭১ জন।