দুই ও তিন চাকার যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষ এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে শহরে প্রবেশ করতে পারবে।
মাগুরা পৌরসভার অর্থায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ট্যানেল দুটি রবিবার সকাল থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
মাগুরা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, মাগুরা শহরের প্রধান দুটি প্রবেশমুখ ভায়না মোড় ও ঢাকা রোড দিয়ে জেলার বিভিন্ন স্থানের মানুষ ও যানবাহন শহরে প্রবেশ করে। যে কারণে করোনাভাইরাস প্রতিরোধে শহরে প্রধান এই দুটি প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। যে টানেলের মধ্যে দিয়ে দুই ও তিন চাকার যানবাহনের পাশাপাশি মানুষ জীবাণুমুক্ত হয়ে শহরে প্রবেশ করবে। এজন্য পানির সাথে ডিটারজেন্ট ও ক্ষার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, এর ফলে সকল ধরনের যানবাহনের এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। পৌরসভার উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী কারিগরি সহায়তায় এ টানেল দুটি নির্মাণ করা হয়েছে।
এদিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ব্যবস্থাপনায় অপর একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। যেখানে যাতায়াতকারীরা হাসপাতালে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ ও বের হতে পারবেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।