নির্দেশনা অনুযায়ী জেলার সকল ইউনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন শারীরিক অনুশীলন করা হচ্ছে। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ রোধে করণীয়, বর্জনীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ও উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের যাবতীয় কার্যক্রম সংক্রান্ত পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রণীত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদস্যদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সংক্রমণের হার হ্রাস পেয়েছে।
এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৩৬ জন পুলিশ সদস্য কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।এর মধ্যে প্রাপ্ত ফলাফলে উপপরিদর্শক (এসআই) দুজন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ছয়জন এবং কনস্টেবল ১১ জনসহ মোট ১৯ জন পুলিশ সদস্যের পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্তদের মধ্যে নয়জন ইতোমধ্যে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। অপর ১০ জন আক্রান্ত পুলিশ সদস্য বর্তমানে আইসোলেশনে রয়েছেন।