ভারতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার সতর্কতা জারি করেছে।
কিন্তু দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কোনো মেডিকেল হেলথ ডেস্ক বসানো হয়নি। ফলে পাসপোর্ট যাত্রীরা কোনো পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই চেকপোস্ট ব্যবহার করে ভারত ও বাংলাদেশে আসা-যাওয়া করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে, মেডিকেল টিম ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নেবে। পাশাপাশি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, স্বাস্থ্য সচেতনতামূলক সম্পর্কে প্রচারনা চালানোর জন্যও বলা হয়েছে।
হিলি চেকপোস্টে বাংলাদেশি যাত্রী গোকুল চন্দ্র বলেন, ‘ভারতে চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘদিন থাকতে হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের সংক্রমন বাড়ছে। এ নিয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা গেছে। চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হই কিনা! ভয়ে ছিলাম। তবে হিলি চেকপোস্টে আসার পর কোনো মেডিকেল টিম দেখতে পাইনি। আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করেনি।’
বিশেষ করে এখন যারা ভারত থেকে আসছেন স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিধি মানা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জ সদরের মীরপুরের মোছা. আমিনা খাতুন বলেন, ‘ভারতে চিকিৎসা নিতে যাচ্ছি। এখানে এসে শুনলাম ভারতে নাকি আবার করোনাভাইরাস ছড়াচ্ছে। কি করব বলেন, যেতে হচ্ছে। আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি।’
দেশে ফেরার সময় ভারতীয় নাগরিক ভগীরথ সরকার বলেন, ‘দিনাজপুরের বিরলে আত্মীয়ের বাড়িতে গেছিলাম। এখন দেশে ফিরে যাচ্ছি। চেকপোস্টে আমার স্বাস্থের বিষয়ে কেউ কোনো কথা বলেনি। বাংলাদেশে থাকা অবস্থায় কয়েকদিন আগে আমার বাড়ির লোকজন ফোনে বলেছিল দেশে করোনাভাইরাস হচ্ছে, তাই ফিরে যাচ্ছি।’
আরও পড়ুন: সান্তিয়াগোর উন্নতি হলেও ঢাকার অবনতি
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে। কর্তৃপক্ষ থেকে কোনো দিক-নির্দেশনা এখনও পাইনি। তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘নির্দেশনা সম্পর্কে জানতে পেরেছি। সোমবার বা মঙ্গলবার থেকে হিলি চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করবে।