সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজবুল হক (৭৪) শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান জানান, ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার নজবুল হকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় প্রতিবেদন পজেটিভ আসে।
সরকারি নিয়মে শুক্রবার রাত ৩টার দিকে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নজবুল হক ১৯৪৬ সালের ১২ ডিসেম্বর সোনাতলা উপজেলার শিহিপুর সরকার বাড়িতে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা সাবেক এমএলএ সৈয়দ আহম্মদ সরকার এবং মা আয়েশা খাতুন। তিনি ১৯৮৫ সালে সোনাতলা উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।