নিহত তমারুল ইসলাম তমাল যশোর জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম রন্টুর ছোট ছেলে।
তিনি অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক(এজিএম) হিসেবে কর্মরত ছিলেন। চাকরি সূত্রে তমাল ঢাকায় অবস্থান করলেও তার বাবা-মা যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার স্থায়ী বাসিন্দা।
তমালের বড় ভাই তানভীর জানান, রোজা শুরুর দিকে তমাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল পর্যন্ত তার অবস্থা খুব একটা খারাপ ছিল না। ডাক্তাররা প্লাজমা দেয়ার কথা বলেছিলেন। প্লাজমা জোগাড়ও করা হয়েছিল। কিন্তু পরে ডাক্তাররা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিকে, হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনরা মরদেহ নিয়ে বেলা ২টার দিকে যশোরের উদ্দেশে যাত্রা করেছেন।
তবে, সকাল থেকে যশোরে দাফন কাজে অংশ নেয়ার জন্য তমালের স্বজন ও বন্ধুদের তৎপরতা দেখা গেছে।
এদিকে, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, কোয়ান্টাম ফাউন্ডেশন দাফনের কাজটি করবে। ওই সংস্থার কর্মীদের এ সংক্রান্ত বিষয়ে কয়েকদফা অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এছাড়া অন্য কেউ বা কোনো সংস্থা দাফনে সহযোগিতা করতে চাইলে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে, বলেন সিভিল সার্জন।