আ’লীগ নেতা
ঢাকা দক্ষিণ মহানগর আ’লীগ নেতা আবদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা আবদুল হক সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুল হক কিডনি রোগে আক্রান্ত হয়ে গতরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৬৮ বছর।
আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
সবুজকে ৮ জুন কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি করা হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সবুজ দুইবার হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।
রাজধানীর শনির আখড়ার একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তার লাশ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার নামাজে জানাজা শেষে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
চট্টগ্রামে সুদীপ্ত হত্যা: আ’লীগ নেতা মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় নগরীর লালখান বাজার ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এছাড়া এছাড়া এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুন: পরীমণির মামলায় নাসির-অমির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল আজ। আদালত আসামিদের ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করে ২৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। এছাড়া ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
তিনি আরও বলেন, অভিযোগ গঠনের সময় ২৪ জন আসামির মধ্যে আবু জিহাদ সিদ্দিক নামে এক আসামি ছাড়া জামিনে থাকা অন্য আসামিরা উপস্থিত ছিলেন।
অনুপস্থিত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাটের দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।
থানা পুলিশ, ডিবির হাত ঘুরে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
আরও পড়ুন: মাদক মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন
অভিযোগপত্রে মোট ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হন।
পরবর্তীতে ২৪ আসামির মধ্যে ২৩ জন জামিনে রয়েছেন।
পিবিআই’র দেয়া অভিযোগপত্রে সুদীপ্ত খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে লালখানবাজার ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নাম উল্লেখ করা হয়। দিদারুল আলম মাসুমের পাশাপাশি খুনে সরাসরি জড়িত হিসেবে খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু, মোক্তার, জিহাদসহ ২৪ জনকে আসামি করা হয়।
এছাড়া সাক্ষী করা হয়েছে ৭৫ জনকে।
অভিযোগপত্রে হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে বলা হয়, লালখানবাজার এলাকা থেকে আটটি অটোরিকশা করে দক্ষিণ নালাপাড়া গিয়েছিল হত্যাকাণ্ডে জড়িতরা। পিবিআই মামলার তদন্তভার নেয়ার পর সাতটি অটোরিকশা জব্দ করে। জব্দ করা হয় একটি মোটরসাইকেলও।
এসব অটোরিকশা চালকদের মধ্যে তিন জন সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: রায়হান হত্যা: অভিযোগ গঠন ফের পেছাল
২ বছর আগে
কিশোরগঞ্জের আ’লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে সোমবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার ভোরে অ্যাডভোকেট কামরুল ৭৭ বছর বয়সে মারা যান।
আরও পড়ুন: সাবেক এমপি এম জুবেদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পৃথক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অ্যাডভোকেট কামরুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
২ বছর আগে
আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
চট্টগ্রামের পটিয়ায় ইফতার পার্টিতে দাওয়াত না পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ছেলেসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ানম্যানকে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম (৫০) ও তার ছেলে মুসফিক উদ্দিন ওয়াসি (২৭)।
আরও পড়ুন:ইউএনও’র বাসায় হামলা: ১২ আ’লীগ নেতাকর্মীর জামিন
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে ওয়াসিকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার ভাই তাপস কান্তি গুহ জানান, তার ভাইয়ের মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। এছাড়া দুই হাত ভেঙে গেছে, ডান পা জখম হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
উল্লেখ্য,পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকা ও ইফতার অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জিতেন কান্তি গুহকে শুক্রবার বিকালে লাঞ্চিত করে প্রকাশ্যে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে মারধর করে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন। পরে জিতেন গুহ’র হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামা নেই, রক্তাক্ত এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওঠে নিন্দার ঝড়।
২ বছর আগে
রাজশাহীতে চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় মারপিট করে অর্থ ছিনতাই ও চাঁদা দাবির মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আ’লীগ নেতার নাম সরদার জান মোহাম্মদ (৫০)। তিনি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, প্রকাশ্যে মারপিট করে এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রধান আসামি করা হয়েছে জান মোহাম্মদকে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে ‘জেএমবি সদস্য’ সন্দেহে গ্রেপ্তার ২
এজাহার সূত্রে আরও জানা যায়, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামের রেজাউল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) বাদী হয়ে গত ২৬ মার্চ বাগমারা থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন তার ভাতিজা জুবায়ের হোসেন (২২) স্বর্ণ ব্যবসায়ী। গত ২৫ মার্চ বিকাল সোয়া ৩টার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর বিরহী বটতলা মোড়ে আসামিরা প্রকাশ্যে তার পথ রোধ করে মারপিট করে এবং টাকার ব্যাগ নিয়ে নেয়। সেই ব্যাগে এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিল।
এছাড়াও ওই এলাকায় ব্যবসা করার জন্য জুবায়েরের কাছ থেকে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও মামলায় অভিযোগ আনা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, মামলার প্রধান আসামি হিসেবে জান মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে রাজশাহী শহরে এসে আত্মগোপন করে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বুধবার দিবাগত ২টার দিকে নগরের হেতেমখা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, এ মামলায় ছিনতাইয়ের কোনো ধারা নেই। মারপিট করে টাকার ব্যাগ চুরি ও চাঁদা দাবির ধারায় মামলাটি হয়েছে।
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
২ বছর আগে
আ’লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
পাবনার ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি স্টিলের বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়িতে এই অভিযান চালায় পুলিশের একটি দল।
অভিযানের পর থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদার (৪০) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তার সহযোগীরা নৌকাযোগে পালিয়ে যায়। পরে পুলিশ তার সেমি পাকা টিনশেড বৈঠক ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে পলাতক হেলাল তালুকদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মাসুদ রানা।
এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বাড়ি থেকে দেশী অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তার বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের বিচার শুরু
বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ার আ’লীগ নেতা ফরহাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফারহাদের বাবা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৫টায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ রহমান মাক্কি মারা যান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আলী ফরহাদের বাবা আর নেই
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই
৩ বছর আগে
আ’লীগ নেতার বাসা থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির এক হাজার লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি চিনি, ৫শ’ কেজি মুশুরি ডাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জে তার ঘর থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ খুলনার বাজারে নতুন পেঁয়াজ, মজুদ নিয়ে চিন্তিত টিসিবি
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের এসব পণ্য আলমগীর হোসেন সবুজের মালিকানাধীন ডিলার প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজে ওঠানো হয়। রাতেই কালিগঞ্জ বাজারের দোকানে বিক্রয় করার জন্য আবুল হোসেনের বাসায় মজুদ রাখেন।
আরও পড়ুনঃ টিসিবির পণ্য: সাতক্ষীরায় পঁচা পেঁয়াজ না নিলে দেয়া হচ্ছে না তেল, চিনি
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, স্থানীয়রা গোপন সূত্রে জানতে পেরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে বাকেরগঞ্জ থানার একটি টিম গিয়ে আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির পন্য উদ্ধার করে।
এ বিষয় আবুল হোসেন খলিফা জানান, আলমগীর হোসেন সবুজ শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে তিনি টিসিবির পণ্য সংগ্রহ করে তার বাসায় রাখেন। সেখান থেকে সবুজ পরে পণ্যগুলো নিয়ে যাবে।
৩ বছর আগে
ফেনীর আ’লীগ নেতা খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
৩ বছর আগে
গাইবান্ধায় আ’লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে শনিবার এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
নিহত হাসান আলী (৫৪) গাইবান্ধা শহরের গোড়স্থান পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরের স্টেশন রোডের আফজাল সুজ শো-রুমের স্বত্তাধিকারী ছিলেন।
আরও পড়ুন: মাদারীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও তিনি একজন পেশাদার দাদন ব্যবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে গত ১৩ মার্চ থেকে আটক করে রাখেন মাসুদ রানা। শনিবার মাসুদ রানার বাড়ির একটি রুম থেকে হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গাইবান্ধায় সাংবাদিকের ওপর জুয়ারিদের হামলা
গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৩ বছর আগে