সাভারে কীটনাশক তৈরির কারখানায় টাকা চুরি অভিযোগে চার কর্মীকে আটক করেছে পুলিশ।
হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন যাদুরচরের সেতু পেস্টিসাইডস লিমিটেডের ট্রান্সপোর্ট অফিসার নাসির মিয়া (৩০), ইলেকট্রিশিয়ান খায়রুল ইসলাম (৪২), সিকিউরিটি সুপারভাইজার বেনজীর আহমেদ (৪০) ও জিয়াউল হাসান (৪৩)।
সাভার মডেল থানার এসআই সুজন জানান, গত ১০ সেপ্টেম্বর কারখানার অফিস রুমের ড্রয়ারের তালা ভেঙে নগদ সাত লাখ ৪৭ হাজার ৭২১ টাকা চুরি করে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কারখানার প্রধান হিসাবরক্ষক হুমায়ন কবির বাদী হয়ে নাসির মিয়াকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এসআই সুজন বলেন, ‘টাকা চুরির ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ এবং চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’