যশোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধান ও লিচুর। এছাড়া শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ফুটো হয়ে গেছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে এই শিলা বৃষ্টির স্থায়ীকাল ছিল আধা ঘণ্টার মতো। যেকারণে কিছুটা হলেও কম ক্ষতি হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে যশোর সদর ও চৌগাছা উপজেলায় উঠতি বোরো ধান, আম, লিচু ও পটলের ক্ষতি হয়েছে।
যশোর সদর উপজেলার হৈবতপুরের মিঠু শিকদার জানান, শিলাবৃষ্টিতে তার ঘরের টিনগুলো ফুটো হয়ে গেছে। এছাড়া চুড়ামনকাটির আদর্শপাড়ায় দুটি ঘরের টিনের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি