সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকায় বাড়িঘর বিধ্বস্তসহ সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে।
আধঘণ্টা ধরে চলা এই ঘূর্ণিঝড়ে উপজেলার অন্তত ৫০টি গ্রামের প্রচুর গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।
ঝড়ে উঠতি বোরো ফসলসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।
উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া, পরমেশ্বরীপুর, দলেরগাঁও, বাতলারটেক, বীরসিংহ, রাখালকান্দি, টেবলাই, মাইজখলা, বড়বন্দসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়িঘরের ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর ইউনিয়নের লামাসানিয়া উত্তপাড়া গ্রামে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলের।