লক্ষ্মীপুরে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর মাঝে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে কিট সংকট থাকার কারণে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার জন্য অপেক্ষায় আছে ১১৫ জনের নমুনা।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বলেন, ‘নমুনা পরীক্ষা না হওয়ায় ভুক্তভোগীদের উদ্বেগ বেড়ে গেছে।’
এ পর্যন্ত লক্ষ্মীপুরে ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের লোকজন রয়েছেন। আর এ পর্যন্ত জেলায় মারা গেছেন দুজন।
‘ইতোপূর্বে বেশ কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও অনেকের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। যার ফলে ওইসব পরিবারের মাঝে উদ্বেগ বিরাজ করছে,’ বলেন আব্দুল গফ্ফার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত ২,৭২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২,৬১০ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া, শনিবার হোম আইসোলেশন থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন একজন। আইসোলেশনে একজন নতুন ভর্তিসহ বর্তমানে ভর্তি রয়েছেন পাঁচজন এবং কোয়ারেন্টাইনে আছেন ২,০৮৯ জন।