কিশোরগঞ্জে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬১৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
আরও পড়ুনঃ দেশে করোনায় টানা সাতদিন শতাধিক মৃত্যু
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, শুক্রবার নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের এ তালিকায় জেলার সদর উপজেলায় ৬৩ জন, করিমগঞ্জ উপজেলায় তিনজন, তাড়াইল উপজেলায় তিনজন, পাকুন্দিয়া উপজেলায় তিনজন, কুলিয়ারচর উপজেলায় পাঁচজন, ভৈরব উপজেলায় ৯ জন নিকলী উপজেলায় একজন, বাজিতপুর উপজেলায় পাঁচজন, ইটনা উপজেলায় দুইজন ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। আর ২৪ ঘণ্টায় এ জেলায় সুস্থ হয়েছেন ৩২ জন।
আরও পড়ুনঃ করোনা: বগুড়ায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১১২
সর্বশেষ তথ্যানুযায়ী কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সদর উপজেলায় ২৮০৯ জন, হোসেনপুর উপজেলায় ১৪৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২৩১ জন, তাড়াইল উপজেলায় ১৭৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২৮৮ জন, কটিয়াদী উপজেলায় ৪০০ জন, কুলিয়ারচর উপজেলায় ২৫২ জন, ভৈরব উপজেলায় ১১৯৬ জন, নিকলী উপজেলায় ৭৫ জন, বাজিতপুর উপজেলায় ৪২০ জন, ইটনা উপজেলায় ৫৪ জন, মিঠামইন উপজেলায় ৬৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৪৪ জন।
আরও পড়ুনঃ রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৩ মৃত্যু
আক্রান্তদের মধ্যে ৫১৭৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এ জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে।