নমুনা
ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যরা শিগগিরই ডিএনএ নমুনা দিতে ভারতে যাবেন।
ভারতীয় সিআইডি যদি তাদের ভারতে যাওয়ার আহ্বান জানায়, তাহলে ধরে নেওয়া হবে তারা (সিআইডি) তাদের ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে।
শনিবার(৮ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন: এমপি আনার হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ডিবিপ্রধান
তিনি বলেন, এমপির পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য খুব শিগগিরই ভারতে যাবেন।
ডিবিপ্রধান বলেন, ‘ইতোমধ্যেই কলকাতা সিআইডি-র সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নম্বরও নিয়েছেন ভারতীয় তদন্তকারী কর্মকর্তারা। শিগগিরই ডাক পড়বে। যদি তারা ফোন করে, ধরে নিন তারা ডিএনএ পরীক্ষার জন্য তাদের ডাকবেন," বলেন ।
অপর এক প্রশ্নের জবাবে হারুন বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
হারুন বলেন,‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
আরও পড়ুন: আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ: ডিবিপ্রধান
৬ মাস আগে
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৬০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৬ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্ত হার আট দশমিক ৮৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ।
আরও পড়ুন: বিশ্ব করোনা: আক্রান্ত ৬২ কোটি ৬০ লাখ ছাড়াল
দেশে করোনায় শনাক্ত ৪০৯, মৃত্যু ১
করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৭
২ বছর আগে
উত্তরায় চালু হল আইসিডিডিআর,বি’র নমুনা সংগ্রহ কেন্দ্র
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) রাজধানীর উত্তরায় নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে।
বৃহস্পতিবার আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ ও ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. দিনেশ মন্ডল উত্তরার ১৪ নং সেক্টরের ৩৫ নং হাউজের এসএইচ প্রোপার্টিজের তৃতীয় তলায় এ নমুনা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন।
প্রতিদিন সকাল সাড়ে ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ চলবে।
তবে, করোনা পরীক্ষায় ইচ্ছুক ব্যক্তিদের হাসপাতালের মহাখালী কেন্দ্রে যেতে হবে।
আরও পড়ুন: প্রবীণদের প্রতি ৫ জনের ৪ জন অসংক্রামক রোগে ভুগছেন: আইসিডিডিআর,বি
উদ্বোধনী অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্টের গুণমান ও সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আইসিডিডিআর,বি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ, যা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রচেষ্টার জন্য অপরিহার্য।
ডা. দীনেশ বলেন, ‘এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি শুধু উত্তরার মানুষদেরই উপকৃত করবে না, বরং এর পার্শ্ববর্তী এলাকা যেমন টঙ্গী ও গাজীপুরে বসবাসকারী মানুষদের জন্যও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা প্রদানের মাধ্যমে সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করবে।’
উল্লেখ্য, আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বির ঢাকা ও চাঁদপুরের মতলব হাসপাতালে আসা দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করবে।
আইসিডিডিআর,বি ল্যাব বাংলাদেশের প্রথম আইএসও১৫১৮৯ এবং আইএসও১৫১৯০ (নিরাপত্তা) স্বীকৃত ল্যাবরেটরি।
আরও পড়ুন: নিউমোনিয়া আক্রান্ত শিশুদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইসিডিডিআর,বি
কোভিডের বিরুদ্ধে আইভারমেকটিনের কার্যকারিতা আশাব্যঞ্জক: আইসিডিডিআর,বি
২ বছর আগে
দর্শনা চেকপোস্টে নমুনা না নিয়েই মিলছে করোনার নেগেটিভ সনদ
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে ভারত-বাংলাদেশের যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা না করেই নেগেটিভ সনদ দেয়ার অভিযোগ উঠেছে। সেই করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখিয়ে দেশে প্রবেশের অনুমতিও দেয়া হচ্ছে।
চেকপোস্টে সব যাত্রীদের করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক। প্রত্যেকের কাছ থেকে সে অনুযায়ী ১০০ টাকা নেয়ার কথাও রয়েছে। তবে, অনেকের কাছ থেকেই টাকা নিয়ে রশিদ দেয়া হচ্ছে না, আবার নমুনা না নিয়েও করোনার নেগেটিভ সনদ দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভারত থেকে দেশে আসেন বাংলাদেশি নাগরিক রেখা রানী সাহা। চেকপোস্টে ঢুকেই স্বাস্থ্য বিভাগের হেলথ স্ক্রিনিং বুথে স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল তার। কিন্তু তা করা হয়নি।
তিনি বলেন, ‘আমি দর্শনা চেকপোস্টে ঢোকার পর আমার নিকট থেকে ১০০ টাকা নেয়া হয়। কোন নমুনা ছাড়ায় আমাকে নেগেটিভ রশিদ ধরিয়ে দেয় তারা। পরে ওনারা চলে যেতে বললো।’
বাংলাদেশের আসা অপর দুই নারী যাত্রী বলেন, আমাদের দুজনের থেকে ২০০ টাকা নেয়া হয়েছে৷ নমুনাও নিয়েছে। তবে আমাদের টাকা নেয়ার রশিদ দেয়নি তারা।
আরও পড়ুন: বাগেরহাটে ১২ থেকে ১৭ বছরের শতভাগ শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন
এদিকে দর্শনা চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের রেজিস্ট্রার খাতায় দেখা যায়, তালিকায় নমুনা না নেয়া রেখা রানী সাহার নামই নেই। তাহলে কিভাবে পেলেন করোনার নেগেটিভ সনদ, এই প্রশ্নের জবাবে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারী ইন্সেপেক্টর) হেলথ স্ক্রিনিং বুথে দায়িত্বরত কর্মকর্তা জামাত আলী বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভীড়ে তিনি নমুনা না দিয়েই চলে গেছেন । আবার কোন কোন সময় ভীড়ের কারণে অনেক সময় রসিদ দেয়া সফল হয় না আমাদের। আবার দু'একটা মিসও হতে পারে।
তিনি আরও বলেন, ক্যান্সার, স্কিন হার্ট ডিজিস রোগী এবং ১২ বছরের নিচে যারা আসেন তাদের ইমিগ্রেশনের সুবিধার্থে নেগেটিভ রিপোর্ট দিতে হয় বলে স্বীকার করেন তিনি।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম বলেন, দেশত্যাগ বা দেশে ঢোকার সময় অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। ভারতের কোন যাত্রীদের করোনা পজিটিভ হলে তাদেরকে ফেরত পাঠানো হয়। দেশের কোন যাত্রীর পজিটিভ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়ে থাকে। তবে দেশত্যাগ বা দেশে ঢোকার সময় করোনা নেগেটিভ সনদ থাকতেই হবে। এখানে কোন দুর্নীতির সুযোগ নেই।
আরও পড়ুন: দেশে লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘ভারতে আসা-যাওয়া প্রত্যেক যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এটা স্পর্শকাতর ঘটনা। আমি খোঁজ নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে ১ হাজার ৮০৪ বাংলাদেশি নাগরিগ, ১ হাজার ১২৬ ভারতীয় নাগরিক বাংলাদেশ প্রবেশ করেছেন। বাংলাদেশ থেকে ১ ঞাজার ৩৩৭ বাংলাদেশি নাগরিক ও ১ হাজার ৭২৫ ভারতীয় নাগরিক ভারতে গিয়েছেন। এর মধ্যে ১১ বাংলাদেশি এবং ১৩ ভারতীয় নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি মিললেও ভারতীয় নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তাদেরকে ভারতে পাঠানো হয়েছে।
২ বছর আগে
করোনায় মৃত্যু আরও ৪১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৭২ জনে। একই সময়ে ১ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: করোনা: ফরিদপুরে আরও ২ মৃত্যু
এর আগে রবিবার অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু ও এক হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৭.৬৯ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। দেশে সুস্থতার হার ৯৬.৭৭ শতাংশ।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকসহ করোনায় ৭ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ছয় জন, চট্টগ্রামে ১৪ জন, বরিশাল ও সিলেটে একজন, রাজশাহীতে তিনজন, ও মংমনসিংহে দুইজন মারা গেছেন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনায় ১ মৃত্যু, শনাক্ত ৭
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেউ মৃত্যু বরণ করেনি।
রবিবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে অনেকটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রবিবার সকাল ৯ টা পর্যন্ত ৫৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ১৮ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ২৩ হাজার ছাড়াল
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৭৩ ভাগ।
এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৩ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৮ জন।
আরও পড়ুন: বিশ্বে আত্মহত্যা প্রবণতায় বাংলাদেশের অবস্থান দশম: ডব্লিউএইচও
বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪২৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনা শনাক্ত ৫২
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনও মৃত্যু ঘটেনি। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছিল।
শনিবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার সকাল ৯ টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২১ জন।
আরও পড়ুন: করোনায় ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৩৮ মৃত্যু
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮০৭ জন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৬ লাখ ছাড়াল
বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪৭৭ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৩৮
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২১ জন।
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত ২২ কোটি ১০ লাখের অধিক
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৩ ভাগ।
এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৩৯ জন।
আরও পড়ুন: গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আজ
বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৪ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬২৪ জন। আর হাসপাতালে আইনেসালেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্ত ২৯, মৃত্যু ২
ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজন মারা গেছেন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এপর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ২২৬ জন।
বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদরে ২৪ জন, পীরগঞ্জে দুই জন, রাণীশংকৈলে দুই জন ও বালিয়াডাঙ্গীতে এক জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে জেলার হরিপুরে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
আরও পড়ুন: খুলনার হাসপাতালগুলোর অধিকাংশ করোনা বেড খালি
গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ।
জেলার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় পীরগঞ্জে একজন ও রাণীশংকৈলে একজন করোনা রোগী মারা গেছেন। তাছাড়া জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ হাজার ১০৪ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৪ লাখ ছাড়াল
তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৫২ জন ।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে কয়েকদিন ধরে কমেছে করোনায় মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এসময় শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৫৬৬ জনের।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জন। এযাবৎ আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন।
আরও পড়ুনঃ রাজশাহী বিভাগে করোনায় ৯ মৃত্যু
এর আগে বুধবার আগের ২৪ ঘণ্টায় ১৭২ জনের মৃত্যু এব ৭ হাজার ২৪৮ জন শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ১৭.৬৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭২ শতাংশ। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। দেশে সুস্থতার হার ৯২.৪০শতাংশ।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় প্রায় ৪৪ লাখ মানুষের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৩৮ জন, ,রংপুরে ০৮ জন, বরিশালে ১০ জন, সিলেটে ২৩ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে ০৫ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৯২ হাজার ১৩০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯২ লাখ ২২ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৭৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৮৬১ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৮৭৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৪ হাজার ২০৯ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার ৬৬২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৮৯৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনে।
৩ বছর আগে