কুমিল্লা নগরীর টাউন হলের সামনের লোহার গ্রিলে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রিন শেডস প্লাস্টিক বোতলে ঝুলন্ত বাগান করা হয়েছে। প্রায় ৫ শত ফুলের ও পাতাবাহার গাছ লাগানো হয়েছে।
আরও পড়ুন: ১০ লাখ বৃক্ষরোপণ করছে পানি সম্পদ মন্ত্রণালয়
সোমবার সকালে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
আরও পড়ুন: হাবিপ্রবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আপনাদের সবার প্রিয় প্রাঙ্গণ টাউন হলের সামনের সুন্দর নগরী আপনাদের অধিকার। আশা করি উদ্যোগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা টাউন হলের সামনের লোহার গ্রিলে প্রায় ৫ শতাধিক গাছ রোপন করেছি।
আরও পড়ুন: ‘কৃষি মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে’
ভিবিডি- কুমিল্লা জেলা ও গার্ডেনার্স লাভারস বাংলাদেশ এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে। এছাড়া এই উদ্যোগ নতুন প্রজন্মের সন্তানদের জন্য নেয়া হয়েছে বলে জানিয়েছেন