কুষ্টিয়া, ২৭ সেপ্টেম্বর (ইউএনবি)- কুষ্টিয়ার ভেড়ামারায় তেলবাহী গাড়ির ট্যাংক বিস্ফোরণে গাড়ির এক বডি মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ভেড়ামারা বারমাইল এলাকার মতিয়া ফিলিং স্টেশনের একটি তেলবাহী গাড়ি মেরামতের কাজ চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত সেলিম শেখ (২৮) ভেড়ামারা পৌরসভা ৯ নং ওয়ার্ডের (চাঁদগ্রাম) দক্ষিণ রেলগেট এলাকার সিরাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মতিয়া ফিলিং স্টেশনের একটি তেলবাহী গাড়িতে গ্যাস ঝালাই দিয়ে মেরামতের কাজ করছিলেন সেলিম। ওই তেলবাহী গাড়ির ট্যাংক ঝালাই করার সময় এর পেছনের দিক দিয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্রাকের বডি মিস্ত্রি সেলিম শেখের মাথা ও কানে আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।