তিনি বলেন, ‘কেডিএ’র তৈরি করা অধিকাংশই রাস্তা, বাস টার্মিনাল সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে। সংস্কারের অর্থ নেই বলে বলছে কেডিএ। অথচ তারা নিউ মার্কেট, বাস টার্মিনাল ও প্লট ব্যবসা করে কোটি কোটি টাকার ডিপোজিট রেখে সুদ খাচ্ছে। খুলনার মানুষের টাকা জমিয়ে সুদ খাবে অথচ রাস্তাঘাট ঠিক করবে না- এমন সেবামূলক সংস্থা থাকার কী দরকার?’
আরও পড়ুন: খুলনা সিটি মেয়রের গাড়ির সাথে করিমনের সংঘর্ষ
বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নগরপিতা তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তাঘাট, বাস টার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএ’র কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: খুলনায় অবৈধ অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি, চালকের আসনে সহকারী
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষর কর্মকাণ্ডে চরম হতাশা ব্যক্ত করে সিটি মেয়র বলেন, ‘সরকার খুলনার উন্নয়নে একাধিক রাস্তা ও স্থাপনার জন্য অর্থ বরাদ্দ দিলেও তারা যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করছে না। ফলে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’
এ অবস্থা অব্যাহত থাকলে ও আগামী ছয় মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু না হলে খুলনার স্বার্থে এলাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আরও পড়ুন: করোনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তিবালা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।