তারা হলেন- পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলাম বাপ্পি (২৩) এবং তার সহযোগী শরীয়তপুর সদর উপজেলার মাকসাহারা গ্রামের ঈসমাইল সরকারের ছেলে মো. ইব্রাহিম (২৮) ও ঝালকাঠির নলছিটি উপজেলার চরকাঠি গ্রামের মো. শাহীন মিয়ার ছেলে মো. একরাম (১৮)।
র্যাব-১০ এর অধিনায়ক মো. কাইয়ুমুজ্জামান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, গত ২৯ জুন ওই গৃহবধূ (২৪) তার স্বামীর সাথে ঝগড়া করে বোনের বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা চলে যায়। পরবর্তীতে ইব্রাহিম বিষয়টির মীমাংসা করে দেন।
গত ৭ জুলাই বিকালে তাইজুল ও আরও কয়েকজন গৃহবধূ বাসায় গিয়ে তার স্বামীর কাছে মীমাংসা বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। স্বামী টাকা দিতে অস্বীকার করলে তাইজুল গৃহবধূকে ছুরি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ইব্রাহিম ও একরামসহ আরও অজ্ঞাত দুজন পাহারায় ছিলেন।
এ ঘটনায় ৯ জুলাই ভুক্তভোগী গৃহবধূ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দাখিল করেন। পরে নাগরমহল এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।