এ ঘটনার পর সাড়ে ৬ ঘণ্টার উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক ট্রেনের চালককে।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে কোটচাঁদপুর ট্রেন স্টেশনে খুলনা থেকে পার্বতীপুর তেলবাহী ট্রেন ও দর্শনা থেকে যশোরের নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারটি তেলের ট্যাংকার ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়। এরপর থেকেই খুলনা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে সকাল ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টার দিকে স্টেশনের ২ নং লাইন থেকে ট্যাংকার সরিয়ে ও লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত কমিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
তিনি আরও জানান, চারটি তেলের ট্যাংকারের মধ্যে তিনটি ট্যাংকারের তেল পড়ে গেছে। প্রতিটি ট্যাংকারে ৪২ টন ডিজেল ছিল।