কোটচাঁদপুর
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খন্ডিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।
তিনি বলেন, তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। যশোর জি.আরপি. পুলিশ এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
২৯৭ দিন আগে
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও একজন। শুক্রবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও কোটচাঁদপুর পুড়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশপুর শহীদ জিয়াউর রহমান কলেজের পরিচ্ছন্ন কর্মী ও যুগিহুদা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (২২) এবং মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের রমিজ উদ্দীনের ছেলে স্থানীয় আজমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আল আমিন (৩৭)।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিল আরিফুল। তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে এক পথচারী বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিজেই দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ওসি বলেন, অপরদিকে কোটচাঁদপুর পুড়াপাড়া সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন সাবেক মেম্বর আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হলে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান।
এছাড়া তিনি এবং তার শিশু সন্তান খালিদ হাসান দুর্ঘটনায় আহত হয়।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে আল আমিনকে আলামপুর গ্রামে দাফন করা হয়।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
৮৫২ দিন আগে
ঝিনাইদহ: অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড
অস্ত্র মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই দণ্ডাদেশ দেন।
মামলার রায় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হুসাইনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার সলেমানপুর গ্রাম থেকে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত মঙ্গলবার দুপুরে ওই মামলার দুটি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেন।
রায়ের পর রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুইটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে।
পড়ুন: জিয়ার শাসনামলে সামরিক বাহিনীর ৮৮ জনের দণ্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট
৩৭০০ কোটি টাকা লুটপাট: দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
৯১২ দিন আগে
কোটচাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কপোতাক্ষ নদীর পাড়ে বাগান বাড়ির পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত রিয়াদ খান (২০) কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সলেমান আমীন খানের ছেলে।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা তাকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর পাড়ে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে বলে তিনি জানান।
১২১২ দিন আগে
কোটচাঁদপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ১০ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১৬৩৪ দিন আগে